Jalpaiguri: ‘লক্ষ্মীর ভান্ডারের টাকা নেওয়া বন্ধ করলেই রাস্তা হবে…’, বিতর্কে BDO

Jalpaiguri: রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের নর্থ বেঙ্গল ফার্ম এলাকার রাস্তার অবস্থা বেহাল। প্রতিবাদে শুক্রবার পথ অবরোধে সামিল হন এলাকার বাসিন্দারা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

Jalpaiguri: লক্ষ্মীর ভান্ডারের টাকা নেওয়া বন্ধ করলেই রাস্তা হবে..., বিতর্কে BDO
গ্রামবাসীদের সঙ্গে BDOImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 01, 2025 | 5:00 PM

জলপাইগুড়ি: লক্ষ্মীর ভান্ডার না নিলে ওই টাকা রাস্তা সংস্কার করা হবে। বিক্ষোভের মুখে পড়ে এই জাতীয় বিতর্কিত মন্তব্য করলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সরকারি আধিকারিকের এহেন মন্তব্যে তীব্র প্রতিবাদ জানাল বিজেপি।

রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের নর্থ বেঙ্গল ফার্ম এলাকার রাস্তার অবস্থা বেহাল। প্রতিবাদে শুক্রবার পথ অবরোধে সামিল হন এলাকার বাসিন্দারা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

একটু পরে ঘটনাস্থলে যান রাজগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রশান্ত বর্মন। পথ অবরোধ দেখে প্রথমেই মেজাজ হারাতে দেখা যায় তাঁকে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় তাঁকে। বলেন, “আপনাদের জল ফ্রি, ট্যাক্স ফ্রি, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, সব পাচ্ছেন, রাস্তাও হবে। ধৈর্য্য ধরতে হবে।”

বিডিও এই মন্তব্য শুনে প্রতিবাদী ওই মহিলারা বলেন, “আমাদের লক্ষ্মীর ভান্ডার চাই না। রাস্তা চাই।” এই কথা শুনে মেজাজ হারিয়ে ফেলেন বিডিও প্রশান্ত বর্মন। বলেন, “১০০ জন লক্ষীর ভান্ডার না নিলে ওই টাকা দিয়ে রাস্তা তৈরিতে সময় লাগবে না।”   বিডিওর এই মন্তব্যে নিয়ে তীব্র সমালোচনা করেছে বিজেপি। বিজেপি নেতা নকুল বলেন, “বিডিও এখানে বিডিও হিসাবে আসেননি। বিডিও এখানে এসেছিলেন লক্ষ্মীর ভান্ডারের প্রচার করতে। বিডিও বলছেন, লক্ষ্মীর ভান্ডার টাকা নেওয়া বন্ধ করলে রাস্তা হবে। টাকা কোথায় যাচ্ছে? ট্রাক ট্রাক বালি চলে যাচ্ছে, উনি কিছু জানেন না? এইভাবে শাক দিয়ে মাছ ঢাকা যায় না।”