Jalpaiguri: পুলিশের গাড়িতে আগুন, ভাঙচুর, রণক্ষেত্রের ময়নাগুড়িতে

Jalpaiguri: খবর পেয়ে অবরোধ তুলতে যায় পুলিশ। তখন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ওপর চড়াও হন বিক্ষোভকারীরা। পুলিশের গাড়িতেও চলে ভাঙচুর। মূলত পুলিশ প্রশাসনের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন তাঁরা।

Jalpaiguri: পুলিশের গাড়িতে আগুন, ভাঙচুর, রণক্ষেত্রের ময়নাগুড়িতে
ময়নাগুড়িতে উত্তেজনা Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 18, 2024 | 4:14 PM

 জলপাইগুড়ি:  শ্লীলতাহানির অভিযোগ। প্রতিবাদে পথ অবরোধ। পথ অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্র ময়নাগুড়ি। পুলিশ জনতা খণ্ডযুদ্ধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠি চার্জ। ফাটায় কাদানে গ্যাসের শেল। রণক্ষেত্র জলপাইগুড়ির ভোটপট্টি এলাকা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে টিউশন পড়ে বাড়ি ফিরছিল দুই ছাত্রী। পথে তাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। বুধবার দুপুরে এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের গ্রেফতারের দাবি, পাশাপাশি, এলাকায় মেয়েদের নিরাপত্তার দাবি তুলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।

খবর পেয়ে অবরোধ তুলতে যায় পুলিশ। তখন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ওপর চড়াও হন বিক্ষোভকারীরা। পুলিশের গাড়িতেও চলে ভাঙচুর। মূলত পুলিশ প্রশাসনের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন তাঁরা।

পরিস্থিতি বুঝে বাড়ানো হয় ফোর্স। লাঠিচার্জ করা হয়, ফাটানো হয় ফোর্স। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তৃণমূলের ময়নাগুড়ি ব্লক সভাপতি শিবশঙ্কর দত্ত। তবে গুজব ছড়িয়ে উত্তেজনা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।