
জলপাইগুড়ি: মুখ্যমন্ত্রীর আশঙ্কাই সত্যি হল! প্রশাসনকে না জানিয়ে বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হচ্ছিল ব্যাক্তিগত তথ্য। ঘটনায় গ্রেফতার ৮ সন্দেহভাজন। সম্পত্তি উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী সতর্ক করেছিলেন। বাড়ি বাড়ি ঘুরে নানা অছিলায় কিছু মানুষ তথ্য সংগ্রহ করতে আসতে পারে। পুলিশ প্রশাসন সহ সাধারণ মানুষদের সতর্ক করেছিলেন। সেই আশঙ্কাই এবার সত্যি হল জলপাইগুড়িতে।
জানা গিয়েছে, প্রশাসনকে না জানিয়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছিল। খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট এলাকায় গিয়ে ৮ সন্দেহভাজন যুবককে আটক করে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ। মঙ্গলবার বিকালে জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রের খবর, অটক করা ব্যক্তিরা সকলেই ক্রান্তি পুলিশ ফাঁড়ি এলাকার বাসিন্দা।
মঙ্গলবার সন্ধ্যায় কোতোয়ালি থানায় গিয়ে আটক করা যুবকদের প্রায় দেড় ঘণ্টা ধরে জিজ্ঞসাবাদ করেন খোদ পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এরা ভোট সংক্রান্ত সার্ভে করছিল। ধৃতদের বুধবার ব্যাক্তিগত জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে আদালত থেকে জামিন নিতে হবে এই শর্তে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ সুপার উমেশ বলেন, “কিছু ব্যক্তি খড়িয়া গ্রামপঞ্চায়েত এলাকায় ঢুকে বিভিন্ন তথ্য সংগ্রহ করছিল। খবর পাওয়ার পরেই কোতয়ালি থেকে পুলিশ গিয়ে তাদের পাকড়াও করে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই ব্যক্তিরা বাইরের কোন একটি বেসরকারি কোম্পানির হয়ে তথ্য সংগ্রহ করছিল। তবে তারা কী তথ্য সংগ্রহ করেছে সেই বিষয়টি দেখা হচ্ছে।”
পাশাপাশি এই কাজ করার আগে থানা এবং গ্রামপঞ্চায়েত জানিয়েছিল, কিনা সেটা দেখে নিয়ে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান পরিস্থিতি বিচার করে বিষয়টি গুরুত্ব দিয়েই দেখা হবে বলে জানান পুলিশ সুপার।