Jalpaiguri Bus Accident: চাকায় পিষে যায় স্কুটি, মাঝ রাস্তায় দাউ দাউ করে জ্বলল বাস

Jalpaiguri Bus Accident: দুর্ঘটনার পর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ বাসিন্দারা বাসটিতে ভাঙচুর চালান। এরপর বাসে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। রাস্তার মাঝেই দাউ দাউ করে জ্বলতে থাকে বাস।

Jalpaiguri Bus Accident: চাকায় পিষে যায় স্কুটি, মাঝ রাস্তায় দাউ দাউ করে জ্বলল বাস
ঘাতক বাসে আগুন ধরাল জনতাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 28, 2023 | 4:57 PM

জলপাইগুড়ি: পথ দুর্ঘটনা ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল জলপাইগুড়ির রাজগঞ্জ এলাকা। বৃহস্পতিবার সকালে ৩১ নং জাতীয় সড়কের ভুটকি এলাকায় স্কুটিচালকে ধাক্কা মারে যাত্রীবাহী বাস। তাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিলিগুড়ির দিক থেকে রাজগঞ্জের দিকে যাচ্ছিল বেসরকারি বাসটি। বাসের গতিবেগ স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ছিল। স্কুটার চালক নির্দিষ্ট রুট দিয়েই যাচ্ছিলেন। কিন্তু বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। স্কুটির পিছনে ধাক্কা মারে। চালক পড়ে গেলে, তাঁকে পিষে দিয়ে চলে যায় বাসটি। স্কুটিতে আরও একজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় আহত হন হামিদার আলি ও আয়ুব আলি নামে ওই দু’জন ব্যক্তি। তাঁরা সম্পর্কে আত্মীয়। বাড়ি আমবাড়ি বিরুবান এলাকায়।

স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে শিলিগুড়ি মহারাজা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানাচ্ছেন, দু’জনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ বাসিন্দারা বাসটিতে ভাঙচুর চালান। এরপর বাসে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। রাস্তার মাঝেই দাউ দাউ করে জ্বলতে থাকে বাস। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাজগঞ্জ থানা ও আমবাড়ি ফাঁড়ির পুলিশ। আগুন নেভাতে যায় দমকল। তারপরও এলাকার পরিস্থিতি উত্তপ্ত থাকে। পুলিশকে ঘিরেই বিক্ষোভ দেখাতে থাকে জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।