Jalpaiguri: দু’জনেরই খোলা চুলে ঢাকা মুখ, একে অপরের ওপর যেন ঘাড়ে উঠে পড়েছেন! ভরা রাস্তায় টোটোর আড়ালে দুই বিবাহিত মহিলাই কিনা… বাক্যিহারা যাঁরা দেখলেন সে দৃশ্য

Nileswar Sanyal | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 15, 2025 | 2:35 PM

Jalpaiguri: প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ তাঁদের মারধর করার থেকে বিরত করার চেষ্টা করছেন বটে, কিন্তু তাঁদের ওপরেও হাত চালিয়ে দিচ্ছেন তাঁরা। পায়ের চটি খুলেও একে অপরে পেটাতে থাকেন!

Jalpaiguri: দুজনেরই খোলা চুলে ঢাকা মুখ, একে অপরের ওপর যেন ঘাড়ে উঠে পড়েছেন! ভরা রাস্তায় টোটোর আড়ালে দুই বিবাহিত মহিলাই কিনা... বাক্যিহারা যাঁরা দেখলেন সে দৃশ্য
দুই মহিলার চুলোচলি!
Image Credit source: TV9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: ভরা রাস্তায় আচমকাই দুই মহিলা চুলোচুলি করছেন। এক অপরের ওপর উপুড় হয়ে পড়ছেন। একে অপরের চুল ধরে এমনভাবে টানছেন, তাতে হাতে উপড়ে চলে আসছে মুঠো মুঠো চুল। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ তাঁদের মারধর করার থেকে বিরত করার চেষ্টা করছেন বটে, কিন্তু তাঁদের ওপরেও হাত চালিয়ে দিচ্ছেন তাঁরা। পায়ের চটি খুলেও একে অপরে পেটাতে থাকেন! নজিরবিহীন ঘটনা জলপাইগুড়ি শহরের কোতোয়ালি থানার কাছে। মঙ্গলবার ভরসন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। রক্তাক্ত হন দুজনেই। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়।

কিন্তু কী কারণে মারপিট?

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পরকীয়া অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই মারপিট। হাসপাতালের বেডে শুয়েই এক মহিলা জানান, তাঁর স্বামীর সঙ্গে অপর ওই মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এই নিয়ে আগেও তাঁকে একাধিকবার সাবধান করেছেন ওই মহিলা। নিজের সংসার বাঁচাতে অনুরোধও করেছেন। কিন্তু অভিযোগ, তাতে কর্ণপাত করেননি ওই মহিলা। মঙ্গলবার বিকালে রাস্তায় ওই মহিলাকে একা পেয়ে বলতে যান। তখনই ঝগড়া। আর তা থেকে মারপিট।

যদিও অপর মহিলার দাবি, তাঁর সঙ্গে কারোর কোনও সম্পর্ক নেই। অভিযুক্ত ব্যক্তি তাঁকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করেন, কুপ্রস্তাব দেয়। কোতোয়ালি থানা সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

রক্তারক্তি কাণ্ডের জেরে দুজনকেই ভর্তি করতে হয় হাসপাতালে। পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাঁরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুই মহিলাই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। কোতোয়ালি থানা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই দুই মহিলার বয়ান নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এক প্রত্যক্ষদর্শী বলেন, “এরকম দৃশ্য তো দেখা যায় না। প্রকাশ্যে যা সব হচ্ছে, তা লজ্জার। বাচ্চা নিয়ে রাস্তায় যেতে যেতে দেখলাম। ঘরের সমস্যা বাইরে চলে আসছে।”


Next Article