ময়নাগুড়ি: কৃষকরা ফিরছিলেন চাষের জমি থেকে। তখনই একটা অদ্ভুত শব্দ। ফোঁস-ফোঁস আওয়াজ শুনতেই গায়ে কাঁটা দিল তাঁদের। এরপর কাছে যেতেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। দেখলেন ১৩ ফুট লম্বা কিং কোবরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি ময়নাগুড়ি ব্লকের রামশাই এলাকায়।
জানা গিয়েছে, শনিবার দিনভর ধান চাষের জমিতে কাজ সেরে বিকেলে বাড়ি ফিরছিলেন ময়নাগুড়ি রামশাই অঞ্চলের শিবগাড়া বস্তির কৃষকরা। আচমকাই তাঁরা লক্ষ করেন জমির ধারে ঝোপ থেকে ফোঁস ফোঁস আওয়াজ আসছে। সামনে গেলে দেখতে পান বিশাল আকৃতির একটি কিং কোবরা সাপ কুন্ডলী পাকিয়ে বসে আছে। এরপর তারা গরুমারা জাতীয় উদ্যানের রামশাই মোবাইল স্কোয়াডে।
বনকর্মীরা এসে সাপটিকে সনাক্ত করার পর তাঁরা খবর দেয় ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংস্থার সম্পাদক নন্দু রায়কে। খবর পেয়ে তিনি যান সেখানে। এলাকায় ভিড় দেখতে পেয়ে সাপ ধরার আগে কিছুক্ষণ সচেতনতা প্রচার করেন। এরপর বনকর্মী ও পরিবেশ কর্মীদের যৌথ ভাবে প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় ১৩ ফুট লম্বা কোবরা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বনকর্মীদের হাতে তুলে দেন। পরে সাপটির শারীরিক পরীক্ষার পর গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়।