Life Sentence: নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে বিচারক যা রায় দিলেন, শুনে আদালতেই কান্নায় ভেঙে পড়লেন প্রবীণ

Nileswar Sanyal | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 18, 2024 | 2:41 PM

Life Sentence: আদালত সূত্রে জানা গিয়েছে, তিন বছর আগের ঘটনা। ২০২১ সালের নভেম্বর মাসে  ধূপগুড়ির নির্যাতিতা নাবালিকা বাড়িতে একা ছিল। বাড়ি ফাঁকার থাকার সুযোগে পরিচিত ওই প্রবীণ ব্যক্তি তার বাড়িতে ঢোকে।

Life Sentence: নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে বিচারক যা রায় দিলেন, শুনে আদালতেই কান্নায় ভেঙে পড়লেন প্রবীণ
যৌন নির্যাতনে সাজাপ্রাপ্ত
Image Credit source: TV9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে সাজা ঘোষণা। কান্নায় ভেঙে পড়লেন অপরাধী। ঘটনার তিন বছরের মাথায় সাজা শোনাল জলপাইগুড়ি পক্সো আদালত। অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড। ৫০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ড।

আদালত সূত্রে জানা গিয়েছে, তিন বছর আগের ঘটনা। ২০২১ সালের নভেম্বর মাসে  ধূপগুড়ির নির্যাতিতা নাবালিকা বাড়িতে একা ছিল। বাড়ি ফাঁকার থাকার সুযোগে পরিচিত ওই প্রবীণ ব্যক্তি তার বাড়িতে ঢোকে। ফাঁকা বাড়িতে তাকে ধর্ষণ করে। নাবালিকার বাবা-মা আসার পর মেয়েকে অসুস্থ অবস্থায় দেখেন। প্রথমে ভয়ে নাবালিকা চুপ থাকে। পরে বাবা-মাকে সব কথা জানায়।

এরপরই মেয়েকে নিয়ে ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। এতদিন ধরে মামলা চলে।  ১১ জনের সাক্ষ্য গ্রহণের পর বুধবার সাজা শোনান বিচারক। আদালতের রায়ে আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন যাবজ্জীবন আসামি।

এর আগে ফরাক্কা ও কুলতলির ঘটনাতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় অত্যন্ত কম দিনের মধ্যে চার্জশিট জমা করেছে পুলিশ। দু’জনকেই ফাঁসির সাজা দিয়েছে আদালত।

Next Article