ময়নাগুড়ি: ঘরে ছিল না কেউ। সেই সুযোগে মহিলার ঘুরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় এক বিজেপি নেতার বিরুদ্ধে। মহিলার চিৎকার শুনে পাড়ার ছেলেরা এসে হাতেনাতে ধরে ফেলে অভিযুক্ত। এর পর তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ভিডিয়ো ভাইরাল হতেই অস্বস্তি বেড়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বের। রবিবার ভোররাত নাগাদ এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে। ইতিমধ্যেই ময়নাগুড়ি থানায় অভিযুক্ত বিজেপি নেতার নামে অভিযোগ দায়ের হয়েছে। যদিও এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তবে তাঁর স্ত্রীর পাল্টা দাবি, বিজেপি করার কারণেই তাঁর স্বামীকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়নাগুড়ি শহরের বাসিন্দা ওই মহিলা একাই থাকেন। তাঁর স্বামী কর্মসুত্রে বাইরে থাকেন। রবিবার ভোর রাতে তাঁর বাড়িতে আসে অভিযুক্ত বিজেপি নেতা। এবং জল খাওয়ার অছিলায় তাঁর ঘরে ঢুকে যায় বলে অভিযোগ। মহিলার চিৎকারে স্থানীয় যুবকেরা এসে অভিযুক্তকে পাকড়াও করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির স্ত্রী বিজেপির পঞ্চায়েত সদস্যা ছিলেন। তবে পুরভোটে প্রার্থী হলেও হেরে যান।
ঘটনা নিয়ে ওই গৃহবধূ বলেছেন, “ভোর নাগাদ আমার বাড়িতে এসে স্বামীর নাম ধরে ডাকে। আমি তাঁকে জানায় স্বামী বাড়িতে নেই। এরপর আমার কাছে জল চায়। যখন দরজা খুলে জল দিতে যাই তখন তিনি আমার ঘরে ঢোকেন। তখন আমি চিৎকার করলে পাড়ার ছেলেরা আসে। এর আগেও আমাকে উনি কুপ্রস্তাব দিয়েছেন। আমি সাড়া না দেওয়ায় এই চেষ্টা করেছেন।” এই ঘটনায় ক্ষুব্ধ সেখানকার স্থানীয় বাসিন্দারা। ঘটনা নিয়ে স্থানীয় তৃনমূল কাউন্সিলার বলেছেন, “ওয়ার্ডে প্রত্যেকের বাড়িতে ছেলে মেয়ে রয়েছে। এমন ঘটনা কোনও মতে বরদাস্ত করা হবে না। আমি থানায় জানিয়েছি। উপযুক্ত শাস্তি হোক।”
ঘটনা নিয়ে অভিযুক্ত নেতার স্ত্রী বলেছেন, “আমরা বিজেপি করি বলে তৃণমূল আমার স্বামীকে ফাঁসানোর চেষ্টা করছে। ওই মহিলাও এই ষড়যন্ত্রে জড়িত। আমার স্বামী এখন নিখোঁজ। এটা নিয়ে আমি থানায় অভিযোগ করব।” বিজেপির জেলা নেতৃত্ব এই ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। তবে ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস জানিয়েছেন, ঘটনা নিয়ে থানায় অভিযোগ জমা পড়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।