
জলপাইগুড়ি: মাঝ বয়সি এক ব্যাক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ। ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়িতে। থানায় লিখিত অভিযোগ দায়ের মৃতের পরিবারের ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের ৮ নম্বর ওয়ার্ডের কিং সাহেবের ঘাট এলাকায়। ব্যাক্তির নাম সমীর মণ্ডল (৪৪)। পরিবারের সদস্যদের অভিযোগ, রথের মেলা থেকে নাতির জন্য খেলনা ও জিলিপি কিনে দেওয়ার নাম করে শুক্রবার বাড়ি থেকে বের হয়েছিলেন ওই ব্য়ক্তি। ফিরছে না দেখে রাত সাড়ে ন’টা নাগাদ সমীরের মা ছেলের মোবাইলে ফোন করেন। সে সময় সমীর ফোন ধরে বলে আমাকে খুব মারধর করেছে। এরপরই তার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে একজন বলে, ছেলে তিস্তার বাঁধে পড়ে রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি মাদক সংক্রান্ত মামলায় এর আগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। মৃতের মা অনিমা মণ্ডল বলেন, ফোনে ওই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, মারাত্মক অবস্থায় পড়ে রয়েছে ছেলে। তাঁকে এমন ভাবে মারা হয়েছে মাথা, বুকে প্রচণ্ড আঘাত লেগেছে।
দ্রুত ছেলেকে উদ্ধার করে একটি টোটোতে চাপিয়ে হাসপাতালে নিয়ে যান অনিতাদেবী। কিন্তু শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকেরা সমীরকে মৃত বলে ঘোষণা করে দেন। আমি লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযুক্তদের শাস্তির দাবি জানাচ্ছি। ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় জানিয়েছেন অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়েছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।