জলপাইগুড়ি: এক নাবালককে যৌন নির্যাতনের অভিযোগে ২০ বছরের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা পকসো (POCSO) আদালত। কোনও নাবালককে যৌন নির্যাতনের অভিযোগে এই প্রথম জলপাইগুড়ির পকসো আদালত সাজা ঘোষণা করল। সোমবার এই সাজা ঘোষণা করা হয়েছে।
জানা গিয়েছে, ২০১৯ সালের কালীপুজোর সময় রাজগঞ্জ ব্লকের একটি গ্রামীন এলাকায় কালী পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছিল। বন্ধুদের সঙ্গে ওই প্যান্ডেল তৈরি করা দেখছিল বছর ছয়েকের এক নাবালক।
অভিযোগ সেইসময় পাড়ার এক ‘কাকু’ সেখানে যায়। ৫ টাকা দেওয়ার লোভ দেখিয়ে নাবালককে নিয়ে যায় স্থানীয় একটি চা বাগানে। এরপর মাটিতে ফেলে তার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ ওঠে। এরপর তাকে ফেলে দিয়ে পালিয়ে যায়।
নাবালক কাদা মাখা শরীরে বাড়ি ফিরে যায় সে দিন। অভিভাবকরা দেখেন প্যান্ট রক্তে ভিজে গিয়েছে। তার মা জিজ্ঞেস করলে সব খুলে বলে সে। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বিষয়টি পুলিশকে জানাতে বলেন।
ওইদিন রাতেই রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। আদালতে পাঠানো হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পরে উচ্চ আদালতে জামিন পান অভিযুক্ত। মামলা চলতে থাকে।
পকসো আদালতের সরকারি আইনজীবী দেবাশীষ দত্ত বলেন, ‘উভয়পক্ষ শোনার পর আজ বিচারক অভিযুক্তকে ২০ বছরের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। সঙ্গে ৫০,০০০ টাকা জরিমানা দেওয়ার কথা বলা হয়েছে। অনাদায়ে আরও একমাসের জেল। একইসঙ্গে নির্যাতিতকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে লিগাল সার্ভিসকে নির্দেশ দেন বিচারক।