Jalpaiguri: ভরা বাজারে আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডব, পুজোর মুখে ব্যবসা বন্ধের হুমকি ব্যবসায়ীদের

Nileswar Sanyal | Edited By: জয়দীপ দাস

Sep 19, 2023 | 10:40 PM

Jalpaiguri: সন্ধ্যাবেলায় জমজমাট বাজারে আগ্নেয়াস্ত্র দেখিয়ে পরপর দোকানে টাকা, মোবাইল ইত্যাদি জোর করে আদায় এর চেষ্টার অভিযোগ। এদিন সন্ধ্যায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে জলপাইগুড়ি দিন বাজার এলাকায়। ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। পুলিশ দেরিতে আশায় রাস্তা জুড়ে ক্ষোভে ফেটে পরে ব্যাবসায়ী থেকে সাধারণ মানুষ।

Jalpaiguri: ভরা বাজারে আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডব, পুজোর মুখে ব্যবসা বন্ধের হুমকি ব্যবসায়ীদের
ক্ষোভে ফুঁসছেন ব্যবসায়ীরা
Image Credit source: TV-9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: ভর সন্ধ্যায় ক্রেতায় ভরা জলপাইগুড়ি দিন বাজারে আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতী তাণ্ডব। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে অভিযুক্তকে রাতের মধ্যে গ্রেফতারের দাবি ব্যাবসায়ীদের। দ্রুত গ্রেফতার না হলে ব্যবসা বন্ধের হুমকি ব্যবসায়ী সংগঠনের। ঘটনায় জোর শোরগোল এলাকায়। আতঙ্কের ছাপ ক্রেতাদের মধ্যেও। কিন্তু, ব্যবসায়ীদের দাবি, সব দেখেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। 

সামনেই পুজো। মঙ্গলবার জমে উঠেছিল পুজোর বাজার। এরই মধ্যে সন্ধ্যাবেলায় জমজমাট বাজারে আগ্নেয়াস্ত্র দেখিয়ে পরপর  দোকানে টাকা, মোবাইল ইত্যাদি জোর করে আদায় এর চেষ্টার অভিযোগ। এদিন সন্ধ্যায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে জলপাইগুড়ি দিন বাজার এলাকায়। ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। পুলিশ দেরিতে আশায় রাস্তা জুড়ে ক্ষোভে ফেটে পরে ব্যাবসায়ী থেকে সাধারণ মানুষ।

এই খবর যখন লেখা হচ্ছে তখনও পর্যন্ত কোনও দুষ্কৃতীকে গ্রেফতার করেনি পুলিশ। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এক ব্যবসায়ী বলেন, “এত বড় একটা বাজারে যদি এরকম হয়ে যায় কী বলব বলুন। আমরা তো অনেক আগেই অভিযোগ জানিয়েছি। পুলিশ এখনও পর্যন্ত কোনও অ্যাকশন নেয়নি। আমরা তো বাজারে নিরাপদই নই। যে ছেলেটা এই কাণ্ড করেছে সে জলপাইগুড়িরই ছেলে বলে জানতে পারছি। তারপরেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। ”

Next Article