Panchayat Election 2023 Results: মোট ভোটের থেকে বেশি ব্যালট পেপার বাক্সে! পুনর্নির্বাচনের দাবি বিজেপির

পঞ্চায়েত ভোটের দিনের থেকে ৮৬টি ব্যালট বেশি। তা দেখেই ছাপ্পার অভিযোগে সরব পরাজিত বিজেপি প্রার্থী। কমিশনে লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি।

Panchayat Election 2023 Results: মোট ভোটের থেকে বেশি ব্যালট পেপার বাক্সে! পুনর্নির্বাচনের দাবি বিজেপির
ছাপ্পার অভিযোগ বিজেপি প্রার্থীর
Follow Us:
| Edited By: | Updated on: Jul 12, 2023 | 8:17 AM

জলপাইগুড়ি: পঞ্চায়েত ভোটের দিন যে সংখ্যক ভোট পড়েছিল, তার থেকে বেশি ব্যালট গোনা হল ভোটের গণনায়। তা দেখে চমকে গেলেন বিরোধী প্রার্থী। কারচুপির অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবিতে সরব হলেন তিনি। এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি ১ নম্বর গ্রামপঞ্চায়েতের ১৭/১৩৭ নম্বর বুথে। সেখানে বিজেপি প্রার্থী ছিলেন কল্যাণী রায়। ভোটের দিন এলাকায় মোটের উপর শান্তিতেই ভোট হয়েছিল বলে জানিয়েছেন তিনি। ভোট শেষ হওয়ার পর কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের ব্যালট পেপারের অ্যাকাউন্ট দেওয়া হয়। সেই অ্যাকাউন্ট অনুযায়ী দেখা যায়, গ্রাম পঞ্চায়েত আসনে ওই দিন মোট ৯৭৪টি ব্যালট পেপার ব্যবহার করা হয়েছে। কমিশনের হিসাবের সঙ্গ বিজেপির পোলিং এজেন্টের হিসাব মিলে যাওয়ায় ব্যালট পেপার অ্যাকাউন্ট নিয়ে বাড়ি ফিরে আসেন প্রার্থী কল্যাণী রায়।

মঙ্গলবার গণনার সময় কাউন্টিং সেন্টারে হাজির হন বিজেপির কাউন্টিং এজেন্ট। এর পর গণনা হয়। গণনা শেষে জানা যায়, তৃণমূল প্রার্থী পেয়েছেন ৪৯১টি ভোট। বিজেপি পেয়েছে ৪০৫টি ভোট। কংগ্রেস পেয়েছে ৪০টি ভোট। বাতিল হয়েছে ১২৪টি ভোট। অর্থাৎ ১০৬০টি ব্যালটের গণনা হয়েছে। পঞ্চায়েত ভোটের দিনের থেকে ৮৬টি ব্যালট বেশি। তা দেখেই ছাপ্পার অভিযোগে সরব পরাজিত বিজেপি প্রার্থী। কমিশনে লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি।

এ নিয়ে বিজেপি প্রার্থী কল্যাণী রায় বলেছেন, “আমাদের সেদিন সরকারি ভাবে যে হিসাব দেওয়া হয়েছিল, তার সঙ্গে আজকের হিসাব মেলেনি। ৮৬টি বেশি ব্যালট পাওয়া গেছে ব্যালট বাক্সে। তৃণমূলকে জেতানোর জন্য ভোটের পর বাক্সে বেশি ব্যালট ঢুকিয়ে দেওয়া হয়েছে।” পুনর্নির্বাচনের দাবিতে কমিশনের দ্বারস্থও হয়েছেন তাঁরা। তবে বিজেপির দাবি উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস। তিনি বলেছেন, “যথেষ্ট শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। আমদেরও অনেক অভিযোগ রয়েছে। যা আমরা লিখিত ভাবে জানিয়েছি। যদি বিজেপি ফল দেখে সন্তুষ্ট না হয় তবে লিখিত অভিযোগ করুক।”