Nisith Pramanik: নিশীথের ‘PA’-র ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়েছেন তাবড় বিজেপি নেতারাও! জানেন এই পরিমল কে?

Nileswar Sanyal | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 05, 2024 | 2:01 PM

Nisith Pramanik: দীর্ঘদিন ধরেই পরিমলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। অস্ত্র আইনেও মামলা রুজু হয়েছে তাঁর বিরুদ্ধে। এলাকায় কান পাতলে শোনা যায়, পরিমলের ভালই প্রভাব? বিধানসভা নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন তিনি, আর তাঁর কথায় বিশ্বাসও করে প্রতারিত হয়েছেন তাবড় বিজেপি নেতারা। কিন্তু কে পরিমল রায়?

Nisith Pramanik: নিশীথের PA-র ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়েছেন তাবড় বিজেপি নেতারাও! জানেন এই পরিমল কে?
কে এই পরিমল রায়?
Image Credit source: TV9 Bangla

Follow Us

কোচবিহার: অভিযোগের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে নিশীথ প্রামাণিকের পিএ পরিচয় দেওয়া পরিমল রায়ের বিরুদ্ধে। বিধানসভা ভোটের টিকিট ও চাকরি দেওয়ার টোপ দিয়ে বিজেপি নেতাদের কাছ থেকে ৫০ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠেছে পরিমলের বিরুদ্ধে।

দীর্ঘদিন ধরেই পরিমলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। অস্ত্র আইনেও মামলা রুজু হয়েছে তাঁর বিরুদ্ধে। এলাকায় কান পাতলে শোনা যায়, পরিমলের ভালই প্রভাব? বিধানসভা নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন তিনি, আর তাঁর কথায় বিশ্বাসও করে প্রতারিত হয়েছেন তাবড় বিজেপি নেতারা। কিন্তু কে পরিমল রায়?

এক সময়কার যুব তৃণমূল কর্মী। উল্লেখ্য, সে সময়ে নিশীথ প্রামাণিকও যুব তৃণমূল করতেন। পরে নিশীথ বিজেপি-তে যোগ দেন। পালাবদলের ঢেউয়ে সে সময় গা ভাসিয়েছিলেন এই পরিমলও। যদিও পরিমল নিশীথের আপ্ত সহায়ক বলে যে খবর উঠছে, তা সরাসরি নাকচ করেছেন নিশীথ প্রামাণিক। উল্লেখ্য, পরিমলের বিরুদ্ধে বিজেপি যে মণ্ডল সভাপতি প্রথম অভিযোগ করেছেন, তিনিও বহু মানুষের কাছ থেকে চাকরির জন্য টাকা তুলে পরিমলকে দিয়েছেন বলে অভিযোগ। এমনকি তৃণমূল জমানায় তৈরি হওয়া কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজেও চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন পরিমল, অভিযোগ তেমনই। পুলিশ সূত্রে খবর, পরিমলের বিরুদ্ধে, এর আগে অস্ত্র আইন, তোলাবাজি- সহ একাধিক ধারায় মামলা রুজু রয়েছে।

Next Article