জলপাইগুড়িতে আত্মঘাতী বৃদ্ধ, মেয়ের এনুমারেশন ফর্ম না আসায় চরম সিদ্ধান্ত?
এসআইআর প্রক্রিয়া শুরুর পর রাজ্যের বিভিন্ন জায়গায় মৃত্যুর ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। এসআইআর আতঙ্কে বিভিন্ন জায়গায় মৃত্যুর ঘটনা ঘটছে বলে তৃণমূলের দাবি। এবার জলপাইগুড়ির রাজগঞ্জে এক বৃদ্ধের মৃত্যুতে এসআইআর আতঙ্কের অভিযোগ উঠল। মৃতের নাম ভুবনচন্দ্র রায়। বৃহস্পতিবার রাতে বাড়ির পাশের গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। রাজগঞ্জ বিধানসভার আমবাড়ি কামারভিটা বুথের বাসিন্দা ভুবনচন্দ্র। তাঁর মেয়ে শিবানীর অন্য ব্লকে বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে। তবে বিয়ের পরেও বাবার বাড়িতে এসে ভোট দিতেন। ভুবনচন্দ্র রায় এবং তাঁর স্ত্রী ও ছেলের নামে এনুমারেশন ফর্ম এলেও ওই মেয়ের নামে ফর্ম আসেনি। এই নিয়ে কয়েকদিন থেকে খুব চিন্তায় ছিলেন ভুবন। এরপরই ঘটে যায় ওই ঘটনা। অভিযোগ, মেয়ের নামে ফর্ম না আসাতেই আত্মঘাতী হয়েছেন ওই বৃদ্ধ।
এসআইআর প্রক্রিয়া শুরুর পর রাজ্যের বিভিন্ন জায়গায় মৃত্যুর ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। এসআইআর আতঙ্কে বিভিন্ন জায়গায় মৃত্যুর ঘটনা ঘটছে বলে তৃণমূলের দাবি। এবার জলপাইগুড়ির রাজগঞ্জে এক বৃদ্ধের মৃত্যুতে এসআইআর আতঙ্কের অভিযোগ উঠল। মৃতের নাম ভুবনচন্দ্র রায়। বৃহস্পতিবার রাতে বাড়ির পাশের গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। রাজগঞ্জ বিধানসভার আমবাড়ি কামারভিটা বুথের বাসিন্দা ভুবনচন্দ্র। তাঁর মেয়ে শিবানীর অন্য ব্লকে বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে। তবে বিয়ের পরেও বাবার বাড়িতে এসে ভোট দিতেন। ভুবনচন্দ্র রায় এবং তাঁর স্ত্রী ও ছেলের নামে এনুমারেশন ফর্ম এলেও ওই মেয়ের নামে ফর্ম আসেনি। এই নিয়ে কয়েকদিন থেকে খুব চিন্তায় ছিলেন ভুবন। এরপরই ঘটে যায় ওই ঘটনা। অভিযোগ, মেয়ের নামে ফর্ম না আসাতেই আত্মঘাতী হয়েছেন ওই বৃদ্ধ।
