
জলপাইগুড়ি: কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে বিজেপির পতাকা তুলে নিলেন CBI অভিযুক্ত। চিটফান্ড মামলায় অভিযুক্ত এক প্রাক্তন তৃণমূল নেতা দল বদলে এলেন বিজেপিতে। দলবদলু ওই নেতার দাবি, তাঁকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। সাফাই দেওয়ার পরেও রাজনৈতিক তরজা কিছুতেই থামছে না ময়নাগুড়িতে।
জলপাইগুড়ির ময়নাগুড়িতে সোমবার ‘বিজেপি পরিবর্তন সংকল্প মঞ্চে’ তৃণমূল ছেড়ে সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দেন চিটফান্ড কাণ্ডে সিবিআই মামলায় অভিযুক্ত শশাঙ্ক রায় বসুনিয়া। একই সঙ্গে যোগ দেন তাঁর ছেলে তৃণমূল পরিচালিত ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শিবম রায় বসুনিয়াও। এই ঘটনায় জোর শোরগোল পড়ে গেল রাজনৈতিক মহলে। পাশাপাশি শিবম কি প্রার্থী হতে চলেছে? এই গুঞ্জন ছড়িয়েছে ময়নাগুড়ি শহরে।
রবিবার ময়নাগুড়িতে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা উপলক্ষে বিশাল র্যালি করে বিজেপি। এরপর সভা হয়। মঞ্চের অন্যতম আকর্ষণই ছিল বিধানসভা নির্বাচনের আগে ময়নাগুড়ির রাজনীতিতে অন্যতম চর্চিত শশাঙ্ক রায় বসুনিয়া ও তাঁর ছেলে শিবম রায় বসুনিয়ার বিজেপিতে যোগদান।
শশাঙ্ক এবং শিবম দু’জনেরই দাবি, তৃণমূলে থেকে কাজ করতে পারছিলেন না বলেই বিজেপিতে আসা। বাবা-ছেলে জানান, সিবিআই ও চিটফান্ড মামলা প্রসঙ্গে শশাঙ্ক রায় বসুনিয়ার দাবি, তাঁরা এলাকার জোতদার। তাঁরা সম্ভ্রান্ত বড়লোক। তাঁদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়ে ছিল।
বস্তুত, তৃণমূলের প্রাক্তন ময়নাগুড়ি ব্লক সভাপতি শশাঙ্ক রায় বসুনিয়া ও তাঁর ছেলে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শিবম বসুনিয়ার। এক সময় চিটফান্ড কান্ডে নাম জড়ায় বসুনিয়া পরিবারের। ২০১৯ সালের পরবর্তী সময় থেকে তৃণমূলের সঙ্গে দুরত্ব তৈরি হয় পিতা পুত্রের। এদিন যোগদান পর্বে বিজেপির তরফে দাবি করা হয় তিন শতাধিক পরিবার কে নিয়ে এদিন বিজেপিতে যোগ দিলেন বসুনিয়া পরিবার।