Jalpaiguri: গাড়ির বনেটে শুয়ে দেখাচ্ছিলেন স্টান্টবাজি, স্কুলের মধ্যেই রোমিওর যা অবস্থা হল…
West bengal: সংশ্লিষ্ট ভিডিয়োয় দেখা যাচ্ছে, কোনও ভাবে স্কুলের নিরাপত্তা এড়িয়ে গাড়ি নিয়ে ঢুকে পড়েন যুবক। গাড়িটি চালাচ্ছিলেন অন্যজন। আর ওই যুবক গাড়ির বনেটের উপর শুয়েছিলেন। তাঁকে নিয়েই বেশ জোরেই কয়েকবার চক্কর মারে গাড়িটি। আর তারপর গাড়ির বনেট থেকে পড়ে যান তিনি।

জলপাইগুড়ি: কো-এড স্কুলে ঢুকে ফিল্মি কায়দায় রোমিওগিরি করতে গিয়েছিলেন এক যুবক। আর তাতেই বিপত্তি। আর একটু হলেই প্রাণ হারাতে বসেছিলেন ওই যুবক। তবে অল্পের জন্য গেলেন বেঁচে। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি রামমোহন হাইস্কুলে। জানা গিয়েছে, চলন্ত গাড়ির বনেটে শুয়ে রোমিওগিরি করছিলেন। আর সেই ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে ময়নাগুড়িতে।
সংশ্লিষ্ট ভিডিয়োয় দেখা যাচ্ছে, কোনও ভাবে স্কুলের নিরাপত্তা এড়িয়ে গাড়ি নিয়ে ঢুকে পড়েন যুবক। গাড়িটি চালাচ্ছিলেন অন্যজন। আর ওই যুবক গাড়ির বনেটের উপর শুয়েছিলেন। তাঁকে নিয়েই বেশ জোরেই কয়েকবার চক্কর মারে গাড়িটি। আর তারপর গাড়ির বনেট থেকে পড়ে যান তিনি। চোখের সামনেই এমন ঘটনা দেখে স্কুলে আগত পড়ুয়ারা খানিক স্তম্ভিত হয়ে যান। কী হচ্ছে বুঝে উঠতে পারেননি তাঁরা। এই ঘটনায় অভিভাবকেরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। তারা জানান, ভবিষ্যতে আর কোনও শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগতরা ঢুকে এমন বিপজ্জনক কাজ করতে না পারে।
রামশাই অঞ্চলের প্রধান দিলীপ রায় বলেন, “এটা দুঃখজনক ঘটনা। ওইখানে তো আরও অনেক পড়ুয়া ছিল। কারও যদি কোনওভাবে ক্ষতি হয়ে যায় তাহলে কী করতাম? আমি চাই যে স্কুলের ভিতর আর না ঘটে এমন কিছু। পরবর্তীতে বলব যেন এমন কিছু বাইরে থেকে না ঢোকে।” রামমোহন হাইস্কুলের সভাপতি বলেন, “এটা দুর্ভাগ্যজনক। সরস্বতী পুজোয় মাস্টাররা আসেননি। গেটম্যান ছিল। কিন্তু তিনি ব্যস্ত ছিলেন। আর সেই সুযোগেই ঢুকে যায় গাড়ি।”
