BJP Leader Threat: ‘ED-র পশ্চাৎদেশে ডাণ্ডা মারুন, আর বিজেপি কর্মীদের গুলি করে দিন’, খুল্লামখুল্লা বললেন TMC নেতা
Jalpaiguri: শুধু তাই নয়, এর পাশাপাশি শুক্রবার পথে নামেন নিজেও। এই আবহের মধ্যেই জলপাইগুড়িতে বিজেপি কর্মীদের গুলি ও ED-র পশ্চাৎদেশে ডান্ডা মারার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা। রাজ্যের বিভিন্ন ব্লকে থাকা বিজেপি কর্মীদের ডান্ডা ও গুলি মারার নিদান দিলেন তৃনমূল পরিচালিত হলদিবাড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূলের হলদিবাড়ি টাউন ব্লক সভাপতি অমিতাভ বিশ্বাস।

জলপাইগুড়ি: আইপ্যাকের অফিসে ইডি হানা। তার কর্ণধারের বাড়িতে তল্লাশি। আর সেই তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশের বিরুদ্ধে। পাল্টা মুখ্যমন্ত্রীর দাবি, ইডি তৃণমূলের যাবতীয় তথ্য় চুরি করে নিয়ে গিয়েছে। এরপরই তিনি বৃহস্পতিবার বিকাল চারটের সময় জায়গা-জায়গায় তৃণমূল কর্মীদের সভা করার নির্দেশ দেন। শুধু তাই নয়, এর পাশাপাশি শুক্রবার পথে নামেন নিজেও। এই আবহের মধ্যেই জলপাইগুড়িতে বিজেপি কর্মীদের গুলি ও ED-র পশ্চাৎদেশে ডান্ডা মারার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা। রাজ্যের বিভিন্ন ব্লকে থাকা বিজেপি কর্মীদের ডান্ডা ও গুলি মারার নিদান দিলেন তৃনমূল পরিচালিত হলদিবাড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূলের হলদিবাড়ি টাউন ব্লক সভাপতি অমিতাভ বিশ্বাস।
শুক্রবার বিকেলে তৃণমূলের তরফে হলদিবাড়ি শহরে প্রতিবাদ মিছিল করে তৃণমূল নেতা কর্মীরা। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই নিদান দিলেন তৃণমূলের টাউন ব্লক সভাপতি। তিনি বলেন, “আমরা দেখলাম ইডি গেল আইপ্যাকে। আর তারপর আমাদের প্রার্থী তালিকা চুরি করে নিয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় সেইটাই বাঁচাতে গিয়েছিলেন। তারই প্রতিবাদে আমরা মিছিল করলাম। নরেন্দ্র মোদী চোর। এই চোরের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। ইডির পশ্চাৎদেশে ডাণ্ডা মারা উচিত। বিজেপির চামচাগিরি চলবে না।”
বিজেপি জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট বুবাই কর বলেন, “দেখুন শাহজাহানের দল আর মমতার দল এক। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি থেকে বাঁচতে এই কাজ করেছেন।”
