Operation Sindoor: বন্ধ করা হল দেশের ১৫টি বিমানবন্দর, স্টেশনগুলোতে ডগ স্কোয়াড, চালু হেল্পলাইন নম্বর! কোন বড় সিদ্ধান্ত?

Operation Sindoor: স্নিফার ডগ নিয়ে বিভিন্ন স্টেশনে তল্লাশি চলছে।  সন্দেহভাজন কাউকে দেখতেই তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যাগপত্রেও তল্লাশি চালানো হচ্ছে। রেলের তরফে হেল্প লাইন নম্বরও চালু করা হয়েছে। নম্বর হল ১৩৯। কোথাও কোনও অস্বাভাবিকত্ব দেখলে এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Operation Sindoor: বন্ধ করা হল দেশের ১৫টি বিমানবন্দর, স্টেশনগুলোতে ডগ স্কোয়াড, চালু হেল্পলাইন নম্বর! কোন বড় সিদ্ধান্ত?
চলছে তল্লাশিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 07, 2025 | 5:32 PM

জলপাইগুড়ি: অপারেশন সিদুঁর! পহেলগাঁও হত্যালীলার বদলা নিল ভারত। কিন্তু এবার প্রত্যাঘাত আসতে পারে পাকিস্তানের তরফেও। চোখ রাঙালে চোখ উপড়ে নিতে প্রস্তুত ভারতও। এই পরিস্থিতি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্য়েই পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে দেশের ১৫টা বিমানবন্দর। গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলোতে তল্লাশি জারি রয়েছে। স্নিফার ডগ নিয়ে বিভিন্ন স্টেশনে তল্লাশি চলছে।  সন্দেহভাজন কাউকে দেখতেই তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যাগপত্রেও তল্লাশি চালানো হচ্ছে। রেলের তরফে হেল্প লাইন নম্বরও চালু করা হয়েছে। নম্বর হল ১৩৯। কোথাও কোনও অস্বাভাবিকত্ব দেখলে এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, যে কোনও যুদ্ধের ক্ষেত্রে অভ্যন্তরীণ নিরাপত্তা বিশেষ চ্যালেঞ্জ। বিদেশসচিব বিক্রম মিশ্রি ইতিমধ্যেই প্রেস মিটে জানিয়েছেন, ভারতে হামলার আরও বড় ছক কষেছিল পাকিস্তান। ইন্টেলিজেন্স সূত্র মারফত সে খবর এসেছে। তার আগেই পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। কিন্তু পাকিস্তানও যে সেক্ষেত্রে চুপ করে থাকবে না, তাও আন্দাজ করতে পারছেন সেনাপ্রধানরা। আর সেক্ষেত্রে ভারতও পাকিস্তানের চোখ উপড়ে নেবে। তার আগে ভারত গুরুত্বের সঙ্গে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিকাঠামোকে সুদৃঢ় করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়টিতে বিশেষ করে গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছে।