
জলপাইগুড়ি: তিনি ‘অ্যাম্বুল্যান্স দাদা’। কেউ বিপদে পড়লে ঝাঁপিয়ে পড়েন। এই সেবার জন্য পেয়েছেন পদ্মশ্রী সম্মানও। সেই অ্যাম্বুল্যান্স দাদা করিমুল হক(Karimul Haque) শনিবার হৃদরোগে আক্রান্ত হলেন। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হল হাসপাতালে। আপাতত তিনি বিপন্মুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। রবিবার তাঁর আরও কিছু পরীক্ষা হবে।
ক্রান্তিতে একটি মেলা হচ্ছে। সেই মেলায় একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন করিমুল হক। তার জন্য গত কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করেন তিনি। এদিনও, রাজাডাঙা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়িতে নিজের বাড়ি থেকে ওই মেলায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন তিনি। আচমকা অসুস্থ হয়ে পড়েন। দরদর করে ঘামতে থাকেন। তাঁর সঙ্গে থাকা চিকিৎসকরা পরীক্ষা করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। জানা গিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বমিও করেন করিমুল হক। তবে আপাতত বিপন্মুক্ত তিনি।
জলপাইগুড়ির এই এলাকায় একসময় কোনও অ্যাম্বুল্যান্স ছিল না। নিজের অসুস্থ মাকে সময়মতো হাসপাতালে নিয়ে যেতে পারেননি তিনি। বাঁচাতে পারেননি মাকে। সেই যন্ত্রণা থেকেই গ্রামের অসুস্থদের হাসপাতালে পৌঁছে দিতে একসময় নিজের বাইককে অ্যাম্বুল্যান্স বানিয়ে ফেলেন করিমুল হক। সেই অ্যাম্বুল্যান্স বাইকে চাপিয়ে অসুস্থদের পৌঁছে দিতে থাকেন হাসপাতালে। সেই থেকে এলাকায় তিনি পরিচিত অ্যাম্বুল্যান্স দাদা নামে। ২০১৭ সালে তাঁর এই সেবাকাজের জন্য পদ্মশ্রী সম্মান পান। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন গ্রামবাসীরা।