জলপাইগুড়ি: রাহুল গান্ধীর পদযাত্রা ও সভাকে ঘিরে সাজো সাজো রব জলপাইগুড়িতে। ভারত জোড়ো ন্যায় যাত্রা করতে জলপাইগুড়ি আসছেন রাহুল। জানা গিয়েছে, ২৮ জানুয়ারি বেলা দু’টোয় জলপাইগুড়ি পি ডব্লিউ ডি মোড়ে নেতাজি মূর্তিতে মাল্যদান করে তিনি পোস্ট অফিস মোড় হয়ে কদমতলায় যাবেন। এবং সেখানে তিনি সভা করবেন। জলপাইগুড়িতে সভা শেষে তিনি সেখান থেকে জলপাইগুড়ি শহর সংলগ্ন শিরিষতলা মোড়ে ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে শিলিগুড়ির দিকে চলে যাবেন।
এই কর্মসূচিকে সফল করতে ইতিমধ্যে ব্যাপক প্রচার কর্মসূচি চালাচ্ছেন কংগ্রেস নেতা কর্মীরা। শহরের বিভিন্ন জায়গায় পথসভা করা হচ্ছে। পুরো যাত্রাপথ ফ্লেক্স-কাটআউট দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। সূত্রের খবর, রবিবার জয়রাম রমেশ-সহ অন্য কংগ্রেস নেতাদের ন্যায় যাত্রার ৩০০ জনের মূল টিম জলপাইগুড়ি ঢোকার মুখে খান্ডালা ধাবায় দুপুরের আহার করবেন। সেখানেও রাহুল গান্ধী খাওয়া-দাওয়া সারবেন ধরে নিয়ে চলছে জোর প্রস্তুতি।
সুত্রের খবর, রাহুল গান্ধী ২৮ জানুয়ারি সকাল ৯.৩০ মিনিটে দিল্লি থেকে বিশেষ বিমানে রওনা হয়ে বেলা ১১.৩০ মিনিট নাগাদ বাগডোগরা বিমান বন্দরে নামবেন। এরপর তিনি বেলা দু’টোয় জলপাইগুড়ির নির্ধারিত কর্মসূচিতে যোগ দেবেন। কিন্তু, সকাল বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর ২টো পর্যন্ত কোথায় থাকবেন, ফালাকাটা যাওয়ার কথা থাকলেও সেখানে যাবেন কিনা তা নিয়ে তৈরি চাপানউতোর। অন্য একটি সূত্রে এও শোনা যাচ্ছে, হাসিমারায় নামতে পারেন রাহুল গান্ধী। তবে যেখানেই নামুন, ফালাকাটা, ধুপগুড়ি, ময়নাগুড়ি থাকছেন না রাহুল। ফালাকাটা থেকে ওই ন্যায়যাত্রা শুরু হবে সকাল আটটায়। আর রাহুল নামবেন সকাল দশটা নাগাদ। তাই যেখানেই নামুন জলপাইগুড়ির র্যালির আগে তাঁর পক্ষে যোগ দেওয়া সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে কিছু জানানো হয়নি কংগ্রেস নেতৃত্বের তরফে।