Rajganj: প্রশান্ত বর্মন অধরা, এবার রাজগঞ্জে নতুন বিডিও নিয়োগ প্রশাসনের

Rajganj BDO: রাজগঞ্জের আগের বিডিও প্রশান্ত বর্মন নিয়ে বিতর্কের শেষ নেই। তাঁকে আত্মসমর্পণ করতে বলেছে সুপ্রিম কোর্ট। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণকার স্বপন কামিল্যাকে অপহরণ করে খুনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই মামলাতেই তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দিল সুুপ্রিম কোর্টের বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি বিজয় বিষণইয়ের বেঞ্চ।

Rajganj: প্রশান্ত বর্মন অধরা, এবার রাজগঞ্জে নতুন বিডিও নিয়োগ প্রশাসনের
রাজগঞ্জের নতুন বিডিওImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 20, 2026 | 4:54 PM

জলপাইগুড়ি: দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে অবশেষে রাজগঞ্জের জয়েন্ট বিডিওকে বিডিপ পদে দায়িত্ব দিল প্রশাসন। আজ থেকে রাজগঞ্জের বিডিও হিসেবে কাজ শুরু করলেন সৌরভ কান্তি মন্ডল। মঙ্গলবার তাঁর সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানিয়ে আসেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। প্রসঙ্গত উল্লেখ্য রাজগঞ্জের পূর্ববর্তী বিডিও প্রশান্ত বর্মন এর নামে খুন এর অভিযোগ থাকায় তিনি ফেরার।

রাজগঞ্জের আগের বিডিও প্রশান্ত বর্মন নিয়ে বিতর্কের শেষ নেই। তাঁকে আত্মসমর্পণ করতে বলেছে সুপ্রিম কোর্ট। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণকার স্বপন কামিল্যাকে অপহরণ করে খুনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই মামলাতেই তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দিল সুুপ্রিম কোর্টের বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি বিজয় বিষণইয়ের বেঞ্চ।  আগামী শুক্রবার, ২৩ শে জানুয়ারির মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। স্থানীয় আদালতে, যেখানে এই মামলা বিচারাধীন, সেখানেই তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে এই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গত ২২ ডিসেম্বর প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। ৭২ ঘণ্টার মধ্যে তাঁর আত্মসমর্পণ করার কথা ছিল। আত্মসমর্পণের পর তিনি জামিনের আবেদন করতে পারতেন। কিন্তু তার কোনওটাই হয়নি। এরপরই গত ডিসেম্বর মাসেই প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল বিধাননগর আদালত।