
শিলিগুড়ি ও ময়নাগুড়ি: কয়েক মিনিটের অপারেশনেই সাফ হয়ে গিয়েছিল দু’টি এটিএম। ময়ানগুড়ি থেকে ৫৪ লক্ষ টাকা লুঠ করে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। পুলিশ ধরেও ফেলেছিল দুষ্কৃতীদের। কিন্তু, শেষ মুহূর্তে গাড়ি ফেলে ব্যাগ ভর্তি টাকা নিয়ে জঙ্গলে ঢুকে গিয়েছিল দুষ্কৃতীরা। তারপর থেকেই চলছিল চিরুনি তল্লাশি। রাজগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকা-সহ বৈকন্ঠপুর জঙ্গলে রাতভর চলেছে সার্চ অপারেশন। বন বিভাগকে সঙ্গে নিয়ে তল্লাশি চালায় শিলিগুড়ি পুলিশ। শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর অবশ্য আগেই জানিয়েছিলেন, দুষ্কৃতীরা ধরা পড়বেই। অবশেষে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতার ২।
শিলিগুড়ির পুলিশ কমিশনারের সূত্রে পাওয়া তথ্য বলছে, গ্রেফতার করা হয়েছে আশলুপ খান ও সামশের খান নামে দুই দুষ্কৃতীকে। এরমধ্যে বছর ৫৫ এর আশলুপের বাড়ি হরিয়ানায়। বছর সাইত্রিশের সামশেরের বাড়ির বিহারে। বর্তমানে দুই দুষ্কৃতীর জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তাঁদের সঙ্গে আর কারা জড়িত, কোন চক্রের হাত রয়েছে তা জানতে চলছে জেরা। দলের বাকিদের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার অ্যান্টি ক্রাইম উইংয়ের একটি দল দুষ্কৃতী ধরতে এই বিশেষ অভিযানে সামিল হয়েছিল বলে ফোনে জানিয়েছেন শিলিগুড়ির পুলিশ কমিশনার। লুঠ হওয়া ৫৪ লাখ টাকার মধ্যে এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ১৫ লক্ষ টাকা। বাকি টাকার খোঁজ চালাচ্ছে পুুলিশ।