
জলপাইগুড়ি: প্রায় দেড়শো বছরের পুরনো স্কুল। সেই স্কুলেই চলছিল পরিচালন সমিতির বৈঠক। শিক্ষকরা উপস্থিত ছিলেন সেখানে। হঠাৎই কোনও একটি ইস্যুকে কেন্দ্র করে শুরু হয় তাঁদের মধ্যে হাতাহাতি। শুধু তাই নয়, শিক্ষকদের সেই হাতাহাতি থামাতে গিয়ে আহত এক শিক্ষিকা। পরিস্থিতি এতটাই জটিলতর হয়ে ওঠে শেষ পর্যন্ত শিক্ষকদের কোন্দল মেটাতে ময়দানে নামতে হয় মহকুমা শাসককে। শিক্ষকদের হাতাহাতি সংক্রান্ত একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে।
গত ২৩ জুন পরিচালন কমিটির শিক্ষক প্রতিনিধির মনোনয়ন ঘিরে বৈঠক চলাকালীন শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঝামেলা থামাতে গিয়ে এক শিক্ষিকা আহত হন। ওই ঘটনায় জেলা প্রশাসন ও শিক্ষা দফতরে অভিযোগ জমা পড়ে। তারই পরিপ্রেক্ষিতে স্কুলে আসেন এসডিও তমোজিৎ চক্রবর্তী। স্কুলে এসে তিনি শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন বলে স্কুল সূত্রে খবর। শুধু তাই নয়, প্রধান শিক্ষকের পাশাপাশি সহ শিক্ষকদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন তিনি। যদিও এ ব্যাপারে প্রধান শিক্ষক কিংবা এসডিও স্পিকটি নট। তারা কেউ কোনও মন্তব্য করতে চাননি।
প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুই বলেন, “হ্যাঁ এসিডও এসেছিলেন। কথা হল কিছু। কিন্তু সেটা আমি বলব না। স্যরই বলবেন।” মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তী বলেন, “আমি কিছু বলব না। বাচ্চাদের স্কুল, পুরনো স্কুল আমরা তো আসতেই পারি।”