
জলপাইগুড়ি: কাজ শেষ করে সবে বাড়ি ফিরছিলেন। ঘরে ঢোকার মুখে ঠিক গেটের কাছে কিছু একটা দেখতে পান এক ব্যক্তি। একটু কাছে যেতেই চোখ চড়কগাছ। এ কী! কুণ্ডলি পাকানো অবস্থায় কিছু পড়ে রয়েছে। কিন্তু কী? তারপর আর বুঝতে বাকি রইল না কিছুই।
জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের রামশাই অঞ্চলের শিবগারা গ্রাম। সেখানেই কাজ সেরে বাড়ি ফিরছিলেন এক গৃহস্থ। বাড়ি ঢোকার মুখে তিনি দেখতে পান বিশাল আকারের একটি কিং কোবরা কুণ্ডলি পাকিয়ে রয়েছে। সঙ্গে-সঙ্গে সেখান থেকে পালিয়ে যান তিনি। এরপর খবর দেন গরুমারা জাতীয় উদ্যানের রামশাই রেঞ্জ অফিসে। সেখান থেকে খবর দেওয়া হয় ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠনকে।
খবর পেয়ে টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় সংগঠনের সম্পাদক নন্দু রায়। কিন্তু ততক্ষণে সাপটি ঢুকে যায় বাড়ির পাশে থাকা জঙ্গলে। এরপর বনদফতর ও ময়নাগুড়ি PPS এর সদস্যরা প্রায় ২ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় বলেন, “এটি একটি ফিমেল কিং কোবরা ছিল। লম্বায় ১২ ফুট ৩ ইঞ্চি। সাপটিকে উদ্ধার করে তার শারিরীক পরীক্ষা করা হয়। সুস্থ থাকায় তাকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়।”