TMC MLA: মমতার সভার প্রস্তুতি দেখে ফেরার পথে বিধায়কের গাড়িতে ‘হামলা’
Attack on TMC MLA's Car: উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই কোচবিহারে পৌঁছেছেন মমতা। সোমবার সেখান থেকে যাবেন শিলিগুড়ি। সেখানে কর্মসূচি আছে। ফুলবাড়িতে সেই কর্মসূচির প্রস্তুতি সেরে রবিবার রাতে বাড়ি ফিরছিলেন খগেশ্বর রায়। অভিযোগ, পথে সন্ন্যাসীকাঁটায় একটি চা বাগান এলাকায় তাঁর গাড়ির উপর হামলা হয়। বিধায়কের গাড়ির কাচ ভেঙে যায়।
জলপাইগুড়ি: তৃণমূল বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ। নাম করে বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে। খগেশ্বর রায় বলেন, “সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। ৭ হাজার লোককে পাট্টা দেবেন। তা দেখতেই গিয়েছিলাম। সাড়ে ৪টা নাগাদ সেখান থেকে ফুলবাড়ি-২ যাই বৈঠক করতে। সেখান থেকে সন্ন্যাসীকাঁটা হয়ে ৭টা ২০ নাগাদ বেরোই। কুণ্ডুবাগানের উপর আমার গাড়ির উপর হামলা হয়। আমি সামনের আসনে ছিলাম। আমার উপর হামলাই লক্ষ্য ছিল। বিজেপি ও কংগ্রেস যৌথভাবে এটা করেছে বলেই আমার মনে হয়।”
উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই কোচবিহারে পৌঁছেছেন মমতা। সোমবার সেখান থেকে যাবেন শিলিগুড়ি। সেখানে কর্মসূচি আছে। ফুলবাড়িতে সেই কর্মসূচির প্রস্তুতি সেরে রবিবার রাতে বাড়ি ফিরছিলেন খগেশ্বর রায়। অভিযোগ, পথে সন্ন্যাসীকাঁটায় একটি চা বাগান এলাকায় তাঁর গাড়ির উপর হামলা হয়। বিধায়কের গাড়ির কাচ ভেঙে যায়।
খগেশ্বর রায়ের উপর হামলার ঘটনার নিন্দা করেছেন বিজেপি জেলা সভাপতি বাপী গোস্বামী এবং কংগ্রেস নেতা নব্যেন্দু মৌলিক। পাশাপাশি তাঁরা বিরোধীদের হামলার অভিযোগ অস্বীকার করেছেন। বরং তাঁদের বক্তব্য, এমন ঘটনা বুঝিয়ে দিচ্ছে, তৃণমূল বিধায়কই নিজের এলাকায় সুরক্ষিত নন। রাজ্যের আইনশৃঙ্খলা তাহলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তাও সাধারণ মানুষ বুঝতে পারছেন। এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ফল বলেই দাবি বিরোধীদের। তাঁরা পুলিশি তদন্তের দাবি করেছেন।