Jalpaiguri: টোটোতে টাকা-গয়না ভর্তি ব্যাগ দেখেই থানায় ছুটলেন জলপাইগুড়ির গৌরাঙ্গ

Nileswar Sanyal | Edited By: সায়নী জোয়ারদার

Jun 03, 2024 | 6:31 PM

Jalpaiguri: গৌরাঙ্গ রায় বলেন, "একটা মানি ব্যাগ কুড়িয়ে পেয়েছিলাম। তাতে ভোটার কার্ড, এটিএম কার্ড, নগদ টাকা ছিল। আসলে ছোটবেলায় পড়েছিলাম পরের ধন নাহি লবে, চিরদিন সুখ হবে। অন্যের জিনিস নিয়ে সুখ হয় না। প্রশ্নই নেই অন্যের জিনিস নেওয়ার। থানায় দিয়ে গেলাম। প্রকৃত যিনি এই মানিব্যাগের অধিকারী, তিনি যথার্থ প্রমাণ দিয়ে নিয়ে যান।"

Jalpaiguri: টোটোতে টাকা-গয়না ভর্তি ব্যাগ দেখেই থানায় ছুটলেন জলপাইগুড়ির গৌরাঙ্গ
থানায় গৌরাঙ্গ রায়।
Image Credit source: TV9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: ‘পর ধন নাহি লবে, চিরদিন সুখে রবে।’ কম বেশি সকলেই এই লাইনটির সঙ্গে পরিচিত। তবে ব্যক্তিগত জীবনে এর মর্ম কতজন রাখেন তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তবে শত দারিদ্র্য মাথার উপর থাকলেও জলপাইগুড়ির ইঞ্জিনিয়ারিং কলেজ এলাকার বাসিন্দা গৌরাঙ্গ রায় তা অক্ষরে অক্ষরে মেনে চলেন। তাই কুড়িয়ে মানি ব্যাগ পেয়ে তা নিয়ে থানায় ছুটে গেলেন পেশায় টোটো চালক গৌরাঙ্গ।

রবিবার রাতে টোটোতে এক যাত্রী উঠেছিলেন। কোনওভাবে ওই মহিলাযাত্রী তাঁর সঙ্গে থাকা পার্সটি টোটোতে রেখে নেমে যান। এদিকে টোটো নিয়ে বাড়িতে ঢোকার সময় সেটি নজরে আসে গৌরাঙ্গের। ব্যাগ খুলে দেখেন তাতে সোনার একটি নাকছাবি, এটিএম কার্ড, নগদ টাকা রয়েছে। ব্যাগ নিয়ে সোজা ওই রাতেই টোটো ঘুরিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় যান টোটো চালক।

গৌরাঙ্গ রায় বলেন, “একটা মানি ব্যাগ কুড়িয়ে পেয়েছিলাম। তাতে ভোটার কার্ড, এটিএম কার্ড, নগদ টাকা ছিল। আসলে ছোটবেলায় পড়েছিলাম পরের ধন নাহি লবে, চিরদিন সুখ হবে। অন্যের জিনিস নিয়ে সুখ হয় না। প্রশ্নই নেই অন্যের জিনিস নেওয়ার। থানায় দিয়ে গেলাম। প্রকৃত যিনি এই মানিব্যাগের অধিকারী, তিনি যথার্থ প্রমাণ দিয়ে নিয়ে যান।” জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত-ও দারুণ খুশি। বলেন, সমাজের প্রতিটা মানুষেরই এমন কর্তব্যপরায়ণ হওয়া উচিত। খোঁজ নিয়ে দেখা হবে কার পার্স এটি।

Next Article