Jalpaiguri: তৃণমূল নেতার ছেলের দোকানের তালার সঙ্গে ঝুলছে গুলি

Jalpaiguri: জানা গিয়েছে, সোমবার সকালে রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ভুটকিহাট এলাকায়  রয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুভাষ রায়ের ছেলে। প্রতিদিনের মতো তিনি দোকান খুলতে যান। সেই সময় দোকানের তালার পাশে একটি গুলি বাধা অবস্থায় দেখতে পান। আর এরপর বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Jalpaiguri: তৃণমূল নেতার ছেলের দোকানের তালার সঙ্গে ঝুলছে গুলি
দোকানের তালার সঙ্গে ঝুলছে গুলিImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 25, 2023 | 5:47 PM

রাজগঞ্জ: দোকান বন্ধ। ঝুলছে তালা। আর তালার পাশ থেকে উদ্ধার তাজা কার্তুজ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জের ভুটকির হাট এলাকায়। দোকানটির মালিক এলাকার তৃণমূল নেতার ছেলে। জানা গিয়েছে, সোমবার সকালে রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ভুটকিহাট এলাকায়  রয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুভাষ রায়ের ছেলে। প্রতিদিনের মতো তিনি দোকান খুলতে যান। সেই সময় দোকানের তালার পাশে একটি গুলি বাধা অবস্থায় দেখতে পান। আর এরপর বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

তাঁর দাবি এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টি করার জন্য কেউ বা কারা এই কাজ করেছে। তাঁর দাবি এর আগেও পঞ্চায়েত ভোটের সময় বিজয় মিছিলের দিন এই এলাকার এক কর্মীর বাড়ির উঠোন থেকে পাওয়া গিয়েছিল একটি গুলি। বিষয়টি রাজগঞ্জ থানার পুলিশকে জানানো হয়েছে।

তৃণমূল পঞ্চায়েত সদস্য সুভাষ রায় বলেন, “আমার ছেলের দোকানে দেখি গুলি ঝুলছে। বিজয় মিছিলের দিনও দেখি একই কাণ্ড। কারা করছে বুঝতে পারছি না। যতদূর মনে হচ্ছে এ কে ৪৭ এর গুলি। থানায় খবর দিয়েছি।”