
নার্সের প্রশিক্ষণ শেষ হয়েছে। কিংবা এমবিবিএস পাশ করেছেন। এমন চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চুক্তিভিত্তিক চিকিৎসক ও নার্স নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই পাওয়া যাবে চাকরি। ২০ জন চিকিৎসককে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। আর নার্সের পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে ৪০ জনকে।
কোথায় ও কখন ইন্টারভিউ দিতে যাবেন?
শ্রম দফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৮ নভেম্বর থেকে তিনদিন চলবে ইন্টারভিউ। মঙ্গলবার চিকিৎসকদের ইন্টারভিউ নেওয়া হয়েছে। আগামিকাল (১৯ নভেম্বর) ও ২০ নভেম্বর নার্সদের নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। শিলিগুড়ির প্রধান নগরের শ্রমিক ভবনে এই ইন্টারভিউ নেওয়া হবে। সকাল ১০টা থেকে ইন্টারভিউ শুরু হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ণ সময়ের জন্য চুক্তিভিত্তিক নার্স নিয়োগ করা হবে। ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত জিএনএম কোর্স সম্পূর্ণ করতে হবে চাকরিপ্রার্থীদের। কিংবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত অন্য কোনও নার্সিং কাউন্সিল থেকেও এই কোর্স করা থাকলে তা গ্রহণযোগ্য হবে। ইন্টারভিউ দিতে আসার সময় সমস্ত শংসাপত্রের অরিজিনাল ও ফোটোকপি আনতে হবে।
পূর্ণ সময়ের চুক্তিভিত্তিক নার্সরা মাসে ২৫ হাজার টাকা বেতন পাবেন। তবে কোনও টিএ, ডিএ এবং অন্য কোনও আর্থিক সুবিধা পাবেন না। জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ের চা বাগানের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নার্সদের নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চাকরির শর্তাবলী সময়ের সঙ্গে বদলাতে পারে।
চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগের ইন্টারভিউ এদিন নেওয়া হয়েছে। ন্যূনতম এমবিবিএস ডিগ্রি থাকলেই ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছেন চাকরিপ্রার্থীরা। চুক্তিভিত্তিক পার্ট টাইম নিয়োগ করা হচ্ছে চিকিৎসকদের। দিনে স্বাস্থ্যক্ষেত্রে কমপক্ষে ২ ঘণ্টা থাকতে হবে। চুক্তিভিত্তিক চিকিৎসকরা মাসে ৩০ হাজার টাকা পাবেন। তবে কোনও টিএ, ডিএ এবং অন্য আর্থিক সুবিধা পাবেন না।