‘বিজেপি তৃণমূলের বি-টিম,’ টিকিট না পেয়ে ক্ষুব্ধ গেরুয়া নেতা নির্দল প্রার্থী

বিজেপি  (BJP) তাঁকে প্রার্থী করেনি। সেই ক্ষোভে নিজেকে আদি বিজেপি নেতা বলে দাবি করে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন জলপাইগুড়ির বিজেপি নেতা অলোক সেন।

'বিজেপি তৃণমূলের বি-টিম,' টিকিট না পেয়ে ক্ষুব্ধ গেরুয়া নেতা নির্দল প্রার্থী
প্রতীকী চিত্র
Follow Us:
| Updated on: Mar 27, 2021 | 12:06 AM

জলপাইগুড়ি: বিজেপি  (BJP) তাঁকে প্রার্থী করেনি। সেই ক্ষোভে নিজেকে আদি বিজেপি নেতা বলে দাবি করে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন জলপাইগুড়ির বিজেপি নেতা অলোক সেন। শুক্রবার ফুলবাড়ি ডাবগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করে নিজেকে আদি বিজেপি কর্মী বলে দাবি করলেন অলোক সেন।

জলপাইগুড়ি জেলার ৭ টি বিধানসভা আসনের মধ্যে অন্যান্য আসনে প্রার্থী নিয়ে সমস্যা মিটে গেলেও জট কাটল না ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে। শুক্রবার দুপুরে এই কেন্দ্র থেকে মনোনয়ন পত্র দাখিল করেন বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জী। কিন্তু একই সঙ্গে ওই কেন্দ্র থেকেই নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন ‘আদি’ বিজেপি কর্মী অলোক সেন। এতে স্বাভাবিক ভাবে অস্বস্তি বাড়লো পদ্ম শিবিরে।

ডাবগ্রাম ফুলবাড়ি আসনে গত লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী প্রায় ৮৪ হাজার ভোটে পিছিয়ে আছে তৃণমূল। বিধানসভা ভোটে ওই আসনে আবারও প্রার্থী হয়েছেন রাজ্যের বিদায়ী পর্যটন মন্ত্রী গৌতম দেব। এদিকে এই আসনে বিজেপি প্রার্থী হিসেবে টিকিট পাওয়ার অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল অলোক সেনের নাম। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায় তাঁকে প্রার্থী করা হয়নি।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পর দলের সঙ্গে মনোমালিন্যের জেরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মুকুল রায় অনুগামী হিসাবে পরিচিত শিখা চ্যাটার্জী। এবারের বিধানসভা নির্বাচনে শিখা দেবীকেই টিকিট দেওয়ায় বিক্ষুব্ধ হয়ে পড়েন অলোক সেন ও তাঁর অনুগামীরা। তাই এদিন জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে এসে নির্দল প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

অলোক সেন বলেন, “বিজেপি এখন তৃণমূলের বি-টিমে পরিণত হয়েছে। তাই সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা লোকেরা টিকিট পেয়ে যাচ্ছেন। আর বঞ্চিত হচ্ছে আদি বিজেপি কর্মীরা।” এবার এই আসনে ‘আসল খেলা হবে’ বলেও হঁশিয়ারি দেন তিনি।

এদিকে এই ঘটনায় বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সহ সভাপতি অলোক চক্রবর্তী স্বীকার করে নেন অলোক সেন দীর্ঘদিন ধরে বিজেপি করছেন। কিন্তু দল ব্যক্তি প্রাধান্যতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেন তিনি। বলেন, “দল যাঁকে প্রার্থী করেছে তাঁকে মেনে নিতেই হবে। উনি নির্দল হিসেবে দাঁড়িয়ে খুব একটা সুবিধা করতে পারবেন না।”

এদিকে এদিনই জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে মনোনয়নপত্র দাখিল করেন সংযুক্ত মোর্চার প্রার্থীরা। ডাবগ্রাম ফুলবাড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি সদর বিধানসভা, ময়নাগুড়ি ও ধূপগুড়ি, এই ৫ আসনে মনোনয়নপত্র পেশ করেন প্রার্থীরা।