TMC Leader: ‘পাকিস্তান-বাংলাদেশ আমাদের ভাই’, বিতর্কের আবহে তৃণমূল নেতার মন্তব্যে কী বলছে বিজেপি?

Jalpaiguri: বিতর্কের আবহে রাজগঞ্জে পথসভাও করে বিজেপি। সুর চড়ান পদ্ম নেতারা। নাম না করে কৃষ্ণ দাসকে পাকিস্থানে চলে যাওয়ার নিদান দেন বিজেপির জেলা কমিটির সদস্য তথা কিষান মোর্চার জেলা সভাপতি নকুল দাস।

TMC Leader: ‘পাকিস্তান-বাংলাদেশ আমাদের ভাই’, বিতর্কের আবহে তৃণমূল নেতার মন্তব্যে কী বলছে বিজেপি?
তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Dec 14, 2025 | 7:23 PM

জলপাইগুড়ি: “বাংলাদেশ পাকিস্তান আমাদের পড়শি। আমাদের ভাই। আমাদের লড়াই করার দরকার চিনের সঙ্গে। লড়াই করার দরকার ইংল্যান্ডের সঙ্গে। ওরা আমাদের শোষন-শাসন সব করেছে। কিন্তু আমাদের ভাইয়ের প্রতি বাজে মন্তব্য করা ঠিক নয়।” জলপাইগুড়িতে SIR বিরোধী সভা থেকে এ মন্তব্যেই করতে দেখা যায় দাপুটে তৃণমূল নেতা কৃষ্ণ দাসকে। তা নিয়েই চাপানউতোর চলছে জেলার রাজনৈতিক মহলে। তৃণমূল নেতার ‘পাকিস্তান প্রীতি’ নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। যদিও কৃষ্ণবাবু বলছেন, “আমরা চাই পড়শির সঙ্গে ভাল সম্পর্ক হোক। আমার বাড়ির পাশে যে থাকে তাঁর সঙ্গে যদি আমাদের ভাল সম্পর্ক থাকে তাহলে বাইরে থেকে কেউ এসে আমাদের আক্রমণ করতে পারবে না।”  

রাজগঞ্জ ব্লকে SIR বিরোধী মিছিলের আয়োজন তরা হয়েছিল শাসকদলের পক্ষ থেকে। সেখানেই কয়েক হাজার অনুগামী নিয়ে মিছিল ও সমাবেশ করেন জেলা তৃণমূলের SC-OBC সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস। ওই সভা থেকেই লাগাতার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায় তাঁকে। এসআইআর প্রসঙ্গ উঠতেই বিজেপির তুলোধনা করে ওই মন্তব্য করেন। যা নিয়ে যত বিতর্ক।  

বিতর্কের আবহে রাজগঞ্জে পথসভাও করে বিজেপি। সুর চড়ান পদ্ম নেতারা। নাম না করে কৃষ্ণ দাসকে পাকিস্থানে চলে যাওয়ার নিদান দেন বিজেপির জেলা কমিটির সদস্য তথা কিষান মোর্চার জেলা সভাপতি নকুল দাস। কিন্তু কী বলছেন শাসক শিবিরের অন্য নেতারা? এ নিয়ে প্রশ্ন করতে খানিক পাশ কাটিয়ে যান তৃনমূলের জলপাইগুড়ি জেলা সম্পাদক বিকাশ মালাকার। তিনি বলছেন, “কৃষ্ণ দাস ঠিক কি বলতে চাইছেন তা উনিই বলতে পারবেন। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে থেকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের পাশেই রয়েছেন।”