SIR: শুনানিতে গিয়ে পুলিশের হাতে চড় খেয়ে গালে দাগ ফেললেন মহিলা! কেন?

SIR Hearing In Jalpaiguri: এরপর আধিকারিকদের সঙ্গে কথা বলেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস।  রিসিভ কপি দেওয়ার দাবি করেন। তারপর ঘোষণা করা হয় রিসিভ কপি দেওয়া হবে। সেই রিসিভ কপি নিতে হুড়োহুড়ি শুরু হয়। ধাক্কা খেয়ে এক মহিলা পুলিশের গায়ে পড়ে যান নুর বানু বেগম। অভিযোগ, তাতেই ক্ষিপ্ত হয়ে মহিলাকে সপাটে চড় মারেন ওই মহিলা পুলিশ কর্মী।

SIR:  শুনানিতে গিয়ে পুলিশের হাতে চড় খেয়ে গালে দাগ ফেললেন মহিলা! কেন?
নিগৃহীত মহিলাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 20, 2026 | 5:57 PM

জলপাইগুড়ি: এসআইআর-এর শুনানিতে এসে জুটল পুলিশের চড়। আর এই নিয়ে ফের উত্তেজনা ছড়াল জলপাইগুড়িতে। অধিক ভাইবোন থাকায় মঙ্গলবার হেয়ারিংয়ে ডাকা হয় জলপাইগুড়ি বেলাকোবা অঞ্চলের বাসিন্দা নুর বানু বেগমকে। তিনি নির্দিষ্ট সময়ে শুনানি কেন্দ্রে গিয়ে ফর্ম জমা করেন। নথি জমা নিলেও প্রথমে রিসিভ কপি দেওয়া হয়নি।

এরপর আধিকারিকদের সঙ্গে কথা বলেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস।  রিসিভ কপি দেওয়ার দাবি করেন। তারপর ঘোষণা করা হয় রিসিভ কপি দেওয়া হবে। সেই রিসিভ কপি নিতে হুড়োহুড়ি শুরু হয়। ধাক্কা খেয়ে এক মহিলা পুলিশের গায়ে পড়ে যান নুর বানু বেগম। অভিযোগ, তাতেই ক্ষিপ্ত হয়ে মহিলাকে সপাটে চড় মারেন ওই মহিলা পুলিশ কর্মী। নুর বানুর গালে হাতের আঙুলের দাগ পড়ে যায়।

এতে অপমানিত বোধ করেন নুর বানু বেগম। ওই মহিলা পুলিশ কে ক্ষমা চাইতে হবে বলে দাবি তাঁর। তিনি বলেন, “উনি ভাল হোন, ভদ্র হোক, আর যেন কারোর সঙ্গে এমনটা না করেন। কাজটা আমার হয়েই গিয়েছিল। যেহেতু আমি রিসিভ কপিটা পাইনি, তাই আনতে গিয়েছিলাম। হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তাতে লড়াই করে, মার খেয়ে রিসিভ কপিটা হাতে পেতে হল।” ডি এস পি পার্থকুমার সিং খবর পেয়ে ঘটনাস্থলে যান। তবে এ বিষয়ে তিনি কিছু বলতে চাননি।