Jangalmahal: জঙ্গলমহলে ফের ভারী বুটের শব্দ, কেন্দ্রীয় জওয়ান ঘুরছে… কী হল আবার?

Gaya Dandapat | Edited By: সায়নী জোয়ারদার

Dec 21, 2023 | 5:12 PM

Jhargram: দুর্নীতির অভিযোগে বনমন্ত্রী জেলে। এদিকে আবার বন কেটে সাফ করার অভিযোগ উঠছে জঙ্গলমহলে। বহুমূল্যবান শাল গাছ কেটে উড়িয়ে দিচ্ছে চোরা কারবারিরা। এবার সেই কুকর্ম রুখতে ময়দানে বনদফতর। স্নিফার ডগ ও সিআরপিএফ নিয়ে জঙ্গল রক্ষায় দফতরের কর্মীরা। ঝাড়গ্রাম জেলায় গাছ চুরি রুখতে সিআরপিএফে ভরসা রাখছে তারা।

Jangalmahal: জঙ্গলমহলে ফের ভারী বুটের শব্দ, কেন্দ্রীয় জওয়ান ঘুরছে... কী হল আবার?
জঙ্গলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
Image Credit source: TV9 Bangla

Follow Us

ঝাড়গ্রাম: একসময় ভারী বুটের আওয়াজে কাঁপত শালবনে ঘেরা জঙ্গলসুন্দরী। জঙ্গলমহল ছিল যৌথবাহিনীর কড়া নজরে। সেসব এখন অতীত। তবে বৃহস্পতিবার আবারও ঝাড়গ্রামের জোয়ালভাঙা এলাকার সাধারণ মানুষ সেই পুরনো ছবি দেখতে পেল। পুলিশ কুকুর নিয়ে জঙ্গলে চলছে তল্লাশি। গ্রামে গ্রামে অভিযান কেন্দ্রীয় বাহিনীর। অভিযোগ উঠছিল, গত কয়েকদিন ধরে ঝাড়গ্রামের জঙ্গল থেকে লক্ষ লক্ষ টাকার শাল গাছ চুরি হচ্ছে। এরপরই রাতের অন্ধকারে জঙ্গলে অভিযান চালায় বনদফতর। আর জঙ্গলে ঢুকতেই নজরে আসে গাছ পাচারকারীরা শালগাছ কাটছে। যদিও কাউকে ধরা যায়নি।

দুর্নীতির অভিযোগে বনমন্ত্রী জেলে। এদিকে আবার বন কেটে সাফ করার অভিযোগ উঠছে জঙ্গলমহলে। বহুমূল্যবান শাল গাছ কেটে উড়িয়ে দিচ্ছে চোরা কারবারিরা। এবার সেই কুকর্ম রুখতে ময়দানে বনদফতর। স্নিফার ডগ ও সিআরপিএফ নিয়ে জঙ্গল রক্ষায় দফতরের কর্মীরা। ঝাড়গ্রাম জেলায় গাছ চুরি রুখতে সিআরপিএফে ভরসা রাখছে তারা।

বৃহস্পতিবার সকাল থেকে ঝাড়গ্রাম বনবিভাগের আধিকারিকরা ঝাড়গ্রামের জোয়ালভাঙা, টিয়াকাটি, হদহদি-সহ বিভিন্ন গ্রামে সিআরপিএফ ও স্নিফারডগ নিয়ে গিয়ে অভিযান চালায়। রেঞ্জ অফিসার দেবজ্যোতি ঘোষ বলেন, “আমরা একটা বড় চুরি গতরাতে আটকেছি। তবে আমরা জানতে পেরেছি চোরাকারবারিরা বেশ কিছু জিনিস ফেলে পালিয়েছে। সোর্স কাজে লাগিয়ে সেসব জায়গাগুলোও চিহ্নিত করা হয়েছে। এরপর আজ সিআরপিএফের সহযোগিতায় স্নিফার ডগ এনে সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশন চলছে। ১৫টা শালগাছ কাটা হয়েছে। আমরাও নজরদারি চালাচ্ছি। ৩-৪টে রেঞ্জ নিয়ে জয়েন্ট পেট্রোলিং গ্রুপ তৈরি করা হয়েছে। দিনরাত নজরদারি চালাচ্ছি। আশা করছি কিছুদিনের মধ্যেই ধরা পড়বে।”

Next Article