Jhargram: ডুলুংয়ের জল দেখতে গিয়ে নিখোঁজ পড়ুয়া

Gaya Dandapat | Edited By: সায়নী জোয়ারদার

Sep 28, 2024 | 5:55 PM

Jhargram: এদিকে গত কয়েকদিন ব্যাপক বৃষ্টিপাতের ফলে ডুলুং নদীতে জলের স্রোত থাকায় ওই আটজন অনেক দূর পর্যন্ত জলের স্রোতে ভেসে যায়। তবে বাকি সাতজন কোনক্রমে সাঁতরে নদীর পাড়ে উঠে এলেও বছর ষোলোর কুমার মাজি ডুলুং নদীর জলের স্রোতে তলিয়ে যায়।

Jhargram: ডুলুংয়ের জল দেখতে গিয়ে নিখোঁজ পড়ুয়া
নদীবক্ষে তল্লাশি চলছে।
Image Credit source: TV9 Bangla

Follow Us

ঝাড়গ্রাম: চিলকিগড়ে ডুলুং নদীর জল দেখতে গিয়ে জলের স্রোতে তলিয়ে গেল দশম শ্রেণির পড়ুয়া। গত কয়েকদিনের বৃষ্টিতে জল বেড়েছে নদীর। সেই জল দেখতেই দল বেঁধে টোটোয় চেপে বন্ধুরা গিয়েছিল নদীর ধারে। তারপরই ঘটে এই বিপত্তি। শুক্রবার ঝাড়গ্রাম শহর থেকে আট বন্ধু টোটোয় চেপে ঝাড়গ্রামের জামবনি ব্লকের চিলকিগড়ে কনকদুর্গা মন্দির ঘুরতে গিয়েছিল। চিলকিগড় কনকদুর্গা মন্দিরে ঘুরতে গিয়ে মন্দিরের পাশে থাকা ডুলুং নদীতে আট বন্ধু স্নান করতে নামে।

এদিকে গত কয়েকদিন ব্যাপক বৃষ্টিপাতের ফলে ডুলুং নদীতে জলের স্রোত থাকায় ওই আটজন অনেক দূর পর্যন্ত জলের স্রোতে ভেসে যায়। তবে বাকি সাতজন কোনক্রমে সাঁতরে নদীর পাড়ে উঠে এলেও বছর ষোলোর কুমার মাজি ডুলুং নদীর জলের স্রোতে তলিয়ে যায়।

ঝাড়গ্রাম শহরের উত্তর বামদা এলাকার বাসিন্দা ওই ছাত্র। ঝাড়গ্রাম শহরের বাণীতীর্থ হাইস্কুলের দশম শ্রেণিতে পড়ে। খবর পেয়ে এলাকায় পৌঁছয় জামবনি থানার বিশাল পুলিশবাহিনী। ডুলুং নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা ডুলুং নদীতে নেমে ওই স্কুল পড়ুয়ার সন্ধানে তল্লাশি শুরু করে।

শুক্রবার সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধারের কাজ বিঘ্নিত হয়। শনিবার সকালে আবার বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে যায়। তবে কারও উদ্ধারের খবর মেলেনি। নদীর ধারে দাঁড়িয়ে নিখোঁজ কুমারের বাবা মিঠু মাজি বলেন, স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। পরে জানতে পারেন বন্ধুরা মিলে চিল্কিগড় গিয়েছে।

Next Article