Kunar Hembram: ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম প্রয়াত

BJP: ২০১৯ সালে লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হয়েছিলেন কুনার হেমব্রম। তৃণমূলের জেতা আসনে পদ্ম ফুটেছিল তাঁর হাত ধরে। তবে ২০২৪-এর লোকসভা ভোটে প্রার্থী বদল করে বিজেপি। আর তারপরই বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন কুনার।

Kunar Hembram: ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম প্রয়াত
ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম। Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Sep 21, 2024 | 10:07 PM

ঝাড়গ্রাম: প্রয়াত ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম। শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কলকাতায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন সাংসদ।

২০১৯ সালে লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হয়েছিলেন কুনার হেমব্রম। তৃণমূলের জেতা আসনে পদ্ম ফুটেছিল তাঁর হাত ধরে। তবে ২০২৪-এর লোকসভা ভোটে প্রার্থী বদল করে বিজেপি। আর তারপরই বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন কুনার।

বিজেপি ছেড়ে কুনার বলেছিলেন,  “আমি আমার ব্যক্তিগত কারণে দল ছাড়ছি। ভারতীয় জনতা পার্টি একটা বৃহৎ দল। এই রকম একটা কুনার হেমব্রম দল ছাড়লে কোনও ক্ষতি হবে না।” তিনি আরও বলেন, “দেখুন এখন অনেকে অনেক কথাই বলা বলবেন। তাই এই বিষয়ে আর কিছু বলতে চাই না।”

এর পর পরই ২০২৪-এর মে মাসে ঝাড়গ্রামে গোপীবল্লভপুরের ছাতিনাশোল তরুণ সংঘ ময়দানে সভা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সভামঞ্চ থেকেই তৃণমূলের পতাকা হাতে তুলে নেন কুনার। যদিও ভোটের আসরে খুব একটা দেখা যায়নি তাঁকে।