Kunar Hembram: ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম প্রয়াত

Gaya Dandapat | Edited By: সায়নী জোয়ারদার

Sep 21, 2024 | 3:15 PM

BJP: ২০১৯ সালে লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হয়েছিলেন কুনার হেমব্রম। তৃণমূলের জেতা আসনে পদ্ম ফুটেছিল তাঁর হাত ধরে। তবে ২০২৪-এর লোকসভা ভোটে প্রার্থী বদল করে বিজেপি। আর তারপরই বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন কুনার।

Kunar Hembram: ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম প্রয়াত
ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম।
Image Credit source: Facebook

Follow Us

ঝাড়গ্রাম: প্রয়াত ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম। বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। কলকাতায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন সাংসদ।

২০১৯ সালে লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হয়েছিলেন কুনার হেমব্রম। তৃণমূলের জেতা আসনে পদ্ম ফুটেছিল তাঁর হাত ধরে। তবে ২০২৪-এর লোকসভা ভোটে প্রার্থী বদল করে বিজেপি। আর তারপরই বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন কুনার।

২০২৪-এর মে মাসে ঝাড়গ্রামে গোপীবল্লভপুরের ছাতিনাশোল তরুণ সংঘ ময়দানে সভা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সভামঞ্চ থেকেই তৃণমূলের পতাকা হাতে তুলে নেন কুনার। যদিও ভোটের আসরে খুব একটা দেখা যায়নি তাঁকে।

Next Article