HS Exam: ছোটবেলাতেই বাবাকে হারিয়েছে, সাঁওতালি ভাষায় উচ্চ মাধ্যমিকে প্রথম মিনতি মায়ের পাশে বসে বলল, ‘এবার সংসারের হাল ধরতেই হবে’

HS Exam: সারা ঝাড়গ্রাম-সহ পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করেছে সে। মা দিনমজুর। বাবা পাঁচ বছর আগে মারা গেছেন। নিজের জেদকে সামনে রেখে আজ রাজ্যে প্রথম। অভাব অনটনের মধ্য দিয়ে পড়া চালিয়ে যাচ্ছে। কখনো মাঠে-ঘাটে কাজ করেছে কখনও পড়াশোনা করেছে।

HS Exam: ছোটবেলাতেই বাবাকে হারিয়েছে, সাঁওতালি ভাষায় উচ্চ মাধ্যমিকে প্রথম মিনতি মায়ের পাশে বসে বলল, এবার সংসারের হাল ধরতেই হবে
সাঁওতালি ভাষায় উচ্চ মাধ্যমিকে প্রথম মিনতিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 08, 2025 | 1:52 PM

ঝাড়গ্রাম: সাঁওতালি ভাষায় উচ্চ মাধ্যমিকে প্রথম দিনমজুর বাড়ির মেয়ে মিনতি হেমব্রম। সাঁওতালি মিডিয়ামে রাজ্যের মধ্যে প্রথম ঝাড়গ্রামে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের ছাত্রী মিনতি হেমব্রম। মিনতি হেমব্রম সাঁওতালি ভাষায় ৪৭৩ নম্বর পেয়ে মেধা তালিকায় রাজ্যে প্রথম। কেবল গোপীবল্লভপুর জঙ্গলমহল নয়।

সারা ঝাড়গ্রাম-সহ পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করেছে সে। মা দিনমজুর। বাবা পাঁচ বছর আগে মারা গেছেন। নিজের জেদকে সামনে রেখে আজ রাজ্যে প্রথম। অভাব অনটনের মধ্য দিয়ে পড়া চালিয়ে যাচ্ছে। কখনো মাঠে-ঘাটে কাজ করেছে কখনও পড়াশোনা করেছে। বাড়ির ইনকামের রাস্তা বলতে একমাত্র মায়ের দিনমজুরের ইনকামের টাকা।

উচ্চমাধ্যমিকে রাজ্যের মধ্যে আদিবাসী ভাষায় প্রথম হওয়ার পরে মিনতি বলল, ”মা অনেক কষ্ট করে আমাকে পড়িয়েছে। মুখ রাখতে পেরেছি। পড়াশোনাটা চালিয়ে যেতে চাই। সংসারের হাল আমাকে ধরতে হবে। এবার মায়ের হাতে হাতে কাজও করতে হবে।”

মা বলল, “আমি যতদিন পারব খেটে মেয়ের পড়া চালিয়ে যাব। ও ছোটবেলা থেকেই জেদি, ঠিক করে নিয়েছিল পড়াশোনাটা করে ভাল রেজাল্ট করবেই। আমাকে কাজেও সাহায্য করে। অনেক কষ্ট করেই পড়াশোনাটা করছে ও।”  মিনতিকে ঘিরে আশার আলো দেখছেন তাঁর পড়শিরা। ভবিষ্যতে আরও অনেক বড় হবে, আশাবাদী প্রতিবেশীরা।