
ঝাড়গ্রাম: কন্যা সন্তান হওয়ায় সদ্যোজাতকে খুনের চেষ্টার অভিযোগ ঠাকুমার বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রামে। ঝাড়গ্রামেগর গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার অন্তর্গত তালগ্রামের ঘটনা। বেলিয়াবেড়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ঠাকুমা মালা মল্লিককে গ্রেফতার করেছে বেলিয়াবেড়া থানার পুলিশ। রবিবার দুপুরে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে মহামান্য বিচারক ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঘটনায় এলাকা জুড়ে নিন্দা ও চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গয়েছে, মাত্র ১৬ বছর বয়সেই গ্রামেরই এক ২২ বছরের যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিলেন ওই নাবালিকা। কিছুদিন চেন্নাইয়ে থাকার পর অন্তঃসত্ত্বা অবস্থায় ফিরে আসেন বাপের বাড়িতে। সম্প্রতি এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। পরে নবজাতককে নিয়ে শ্বশুরবাড়িতে গেলে শুরু হয় মানসিক নির্যাতন। পরিবারের অভিযোগ, কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণেই ক্ষিপ্ত হয়ে ওঠেন শাশুড়ি। অভিযোগ, সদ্যোজাত শিশুর মুখে বিষ ঢেলে দেন।
আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে প্রথমে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গোপীবল্লভপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতাল হয়ে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পেট ওয়াশের পরও শিশুটি তীব্র শ্বাসকষ্ট ও খিঁচুনি শুরু হয়েছে। বর্তমানে হাসপাতালে শিশুটি সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন। রাতেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। অন্যদিকে অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পরিবারের অনান্য সদস্যদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা।