
জঙ্গলমহল: পুলিশের উদ্যোগে শুরু হল ‘মিশন সুস্বাস্থ্য’ কর্মসূচি। প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষকে স্বাস্থ্য পরীক্ষা করায় উদ্যোগ গ্রহণ করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। শনিবার ঝাড়গ্রামের শিলদাতে প্রায় শতাধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা করাতে এই পুলিশ ক্যাম্পে আসেন।
সালটা ২০১০। তখনও ঝাড়গ্রামে চলছে মাওবাদী দাপট। ওই বছরের ১৫ ফ্রেব্রুয়ারি শিলদায় ইএফআর ক্যাম্পে মাওবাদীরা হামলা চালায়। সেই হামায় ক্যাম্পে থাকা মোট ২৪ জন ইএফআর জওয়ান শহিদ হন।
২০১১ সালে পালা বদল ঘটে। ক্ষমতায় আসে তৃণমূল। শিলদা ইএফআর ক্যাম্পে ২৪ জন জওয়ানের শহিগ বেদি তৈরি করা হয়।
মাওবাদীরা শিলদাতে যেই জায়গায় হামলা চালিয়েছিল ঠিক সেই জায়গাতেই আজ এই কর্মসূচি পালন করে ঝাড়গ্রাম পুলিশ। শনিবার শিলদাতে প্রায় শতাধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা করাতে এই পুলিশের ক্যাম্পে আসেন। এছাড়াও ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জনগণকে আশ্বস্ত করা হয়, যে কোনও সমস্যাতেই জেলা পুলিশ পাশে রয়েছে।
জঙ্গলমহলের প্রান্তিক সাধারণ মানুষের জন্য সব সময় পাশে আছে ঝাড়গ্রাম জেলা পুলিশ তা আর বলার অপেক্ষা রাখে না। এরই সাথে সামনেই দুর্গাপুজো বাঙালির এই উৎসবকে আনন্দের সাথে পালন করার জন্য এলাকার দুঃস্থ পরিবারদের হাতে বস্ত্র তুলে দেন ঝাড়গ্রাম এর পুলিশ সুপার অরিজিৎ সিনহা। আগামী দিনে পুলিশের মিশন সুস্বাস্থ্য মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠুক এমনই বার্তা দিলেন সাধারণ মানুষের কাছে।