Jhargram: মাধ্যমিক পরীক্ষায় ফেল করায় আত্মঘাতী ছাত্রী

Jhargram: ফাল্গুনী এ বছর বেলপাহাড়ি থানার ভুলাভেদা জনকল্যাণ হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হয়। তাতে দেখা যায় যে ফাল্গুনী হেমব্রম ১৫০ নম্বর পেয়ে মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে।

Jhargram: মাধ্যমিক পরীক্ষায় ফেল করায় আত্মঘাতী ছাত্রী

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 04, 2025 | 4:19 PM

ঝাড়গ্রাম: মাধ্যমিক পরীক্ষায় ফেল করায় বেলপাহাড়ির তামাজুড়িতে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে এক ছাত্রীর আত্মহত্যা। জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম ফাল্গুনী হেমব্রম। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার তামাজুড়ি এলাকায় তার বাড়ি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ফাল্গুনী এ বছর বেলপাহাড়ি থানার ভুলাভেদা জনকল্যাণ হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হয়। তাতে দেখা যায় যে ফাল্গুনী হেমব্রম ১৫০ নম্বর পেয়ে মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে। মাধ্যমিক পরীক্ষায় ফেল করায় সে বাড়িতে মনমরা অবস্থায় ছিল।

রবিবার সকালে তার বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছের ডালে , গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা বিষয়টি বেলপাহাড়ি থানার পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ফাল্গুনী হেমব্রমকে উদ্ধার করে বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বেলপাহাড়ি থানার পুলিশ রবিবার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। সেইসঙ্গে পুলিশ ঠিক কি কারণে ওই ছাত্রী আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখছে।