Police personel suicide: ডিউটি থেকে বাড়ি ফিরেই মা-বাবাকে গুলি, তারপর আত্মত্যার চেষ্টা সাব-ইন্সপেক্টরের

West Bengal: বৃহস্পতিবার ভোর রাতে ডিউটি থেকে বাড়ি ফিরেছিলে জয়দীপ। এরপর নিজের সার্ভিস রিভলভার দিয়ে মা ও বাবাকে গুলি করেন তিনি। তারপর নিজেই নিজেকে গুলি করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। গুলির আওয়াজ পেয়ে প্রতিবেশী ও বাড়ির মালিক ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সবাই।

Police personel suicide: ডিউটি থেকে বাড়ি ফিরেই মা-বাবাকে গুলি, তারপর আত্মত্যার চেষ্টা সাব-ইন্সপেক্টরের
ঝাড়গ্রামে ভয়ঙ্কর ঘটনাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 04, 2025 | 10:40 AM

ঝাড়গ্রাম: মা ও বাবাকে গুলি করার পর নিজেকে গুলি করে আত্মঘাতীর চেষ্টা এক সাব ইনসপেক্টরের। তিনি জঙ্গলমহল ব্যাটেলিয়নের ঝাড়গ্রাম জেলায় কর্মরত ছিলেন। নাম জয়জীপ চট্টোপাধ্যায়। জানা যাচ্ছে, ইতিমধ্যেই হাসপাতালে মৃত্যু হয়েছে ওই জয়দীপের মা-বাবার।

বৃহস্পতিবার ভোর রাতে ডিউটি থেকে বাড়ি ফিরেছিলে জয়দীপ। এরপর নিজের সার্ভিস রিভলভার দিয়ে মা ও বাবাকে গুলি করেন তিনি। তারপর নিজেই নিজেকে গুলি করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। গুলির আওয়াজ পেয়ে প্রতিবেশী ও বাড়ির মালিক ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সবাই। পাড়ার লোকেদের কাছ থেকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা যাচ্ছে, ঘর থেকে একটা সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা পুলিশ জানতে পেরেছে, বাবা মা কে নিয়ে মানসিক অশান্তিতে ছিলেন তিনি। এ প্রসঙ্গে প্রতিবেশী সুশান্ত বারিক বলেন, “আজ ঘুম থেকে উঠে বাইরে এসেছি, দেখি রাস্তায় প্রচুর পুলিশের গাড়ি। তারপর শুনি এই খবর। এই ছেলেটি ও তাঁর বাবা-মা এখানে ভাড়া থাকত। ওরা কারও সঙ্গে মিশত না। সব সময় দরজা বন্ধ থাকত। এর বেশি কিছুই জানি না। তবে ওর বাবা বোবা ছিলেন। কথা বলতে পারতেন না।”