Tiger Panic: আবার কি ফিরে এল জিনাত নাকি অন্য কিছু? ফের দেখা মিলল পায়ের ছাপের

Gaya Dandapat | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 12, 2025 | 4:55 PM

Jhargram Tiger Panic: বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ি অঞ্চলের ছুরিমারা সিআরপিএফ ক্যাম্প। সেই ক্যাম্প সংলগ্ন মনিয়াডি জঙ্গল। গ্রামের বেশ কয়েকজন যুবক জঙ্গলে লাল পিঁপড়ে সংগ্রহ করছিল। তারাই প্রথমে বাঘের পায়ের ছাপ দেখতে পায়। খবর দেওয়া হয় বনদফতরকে।

Tiger Panic: আবার কি ফিরে এল জিনাত নাকি অন্য কিছু? ফের দেখা মিলল পায়ের ছাপের
এলাকায় বাঘের আতঙ্ক
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ঝাড়গ্রাম: ওড়িশার জঙ্গলে ফিরেছে জিনাত। তাকে ধরতে কম ঝক্কি পোহাতে হয়নি এ রাজ্যের বনকর্মীদের। আতঙ্কে কার্যত কাঁটা হয়েছিলেন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার একাংশ মানুষজন। জিনাত জঙ্গলে ফেরার একমাসও হয়নি। আবার ফের ঝাড়গ্রামের বেলপাহাড়িতে বাঘের আতঙ্ক। তবে কি ফের ফিরে এল জিনাত? না! সে উত্তর জানা না গেলেও বেলপাহাড়িতে আবারও বাঘের পায়ের ছাপের দেখা মিলেছে। যা নিয়ে শুরু হয়েছে ফের চর্চা।

বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ি অঞ্চলের ছুরিমারা সিআরপিএফ ক্যাম্প। সেই ক্যাম্প সংলগ্ন মনিয়াডি জঙ্গল। গ্রামের বেশ কয়েকজন যুবক জঙ্গলে লাল পিঁপড়ে সংগ্রহ করছিল। তারাই প্রথমে বাঘের পায়ের ছাপ দেখতে পায়। খবর দেওয়া হয় বনদফতরকে। নমুনা সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে সেটি আদৌ বাঘের পায়ের ছাপ কি না। এ দিকে, এই ঘটনার পর আতঙ্কে সেখানকার মানুষজন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই অজানা জন্তুটি বাঘেরই। যে বাঘটি গত বিগত দশদিন ঝাড়খন্ডের চান্ডিল বনাঞ্চলে ঘুরে বেরিয়েছিল সম্ভবত সেই চান্ডিল বনাঞ্চল থেকে বেলপাহাড়ি থানার ঝাড়খন্ড সীমান্তবর্তী মুনিয়াডি জঙ্গলে প্রবেশ করেছে। বন দফ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে রয়েছে বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা।

অপরদিকে, ঝাড়গ্রাম বন বিভাগের ডিএফও ওমর ইমাম জানান, “পরিস্থিতির উপর নজরদারি রাখা হয়েছে। ঘটনাস্থলে বনদফতরের আধিকারিক ও কর্মীরা রয়েছে। গ্রামবাসীদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বন দফ্তরের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে।”

 

 

 

Next Article