AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Bus Fire: নিউটাউনের রাস্তায় দিল্লি পাবলিক স্কুলের বাসে আগুন, ভস্মীভূত গোটা গাড়িটাই

Kolkata Bus Fire: স্থীনয়রা যতক্ষণে বিষয়টি খেয়াল করেন, ততক্ষণে প্রায় ভস্মীভূত হয়ে যায় বাসটি। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন।

Kolkata Bus Fire:  নিউটাউনের রাস্তায় দিল্লি পাবলিক স্কুলের বাসে আগুন, ভস্মীভূত গোটা গাড়িটাই
দিল্লি পাবলিক স্কুল বাসে আগুন (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Apr 08, 2022 | 9:27 AM
Share

কলকাতা: শহরের বুকে এক বেসরকারি স্কুলের বাসে আগুন। নিউটাউনের রাম মন্দির বিএসএফ ক্যাম্পের সামনে দাঁড়িয়ে থাকা  দিল্লি পাবলিক স্কুলের একটি বাসে আগুন লাগে। প্রথমে পথ চলতি সাধারণ মানুষ বিষয়টি লক্ষ্য করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। ঘটনাস্থলে যায় ইকো পার্ক থানার পুলিশও। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে রাম মন্দিরের সামনে ওই বাসটি দাঁড়িয়ে ছিল। হঠাৎ করেই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে গোটা বাসটি দাউ দাউ করে জ্বলতে থাকে।

স্থীনয়রা যতক্ষণে বিষয়টি খেয়াল করেন, ততক্ষণে প্রায় ভস্মীভূত হয়ে যায় বাসটি। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দমকল প্রাথমিকভাবে অনুমান করছেন, ব্যাটারির শটসার্কিটের জেরেই আগুন লাগে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ইকো পার্ক থানার পুলিশও জানিয়েছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে না যে কেউ বাইরে থেকে আগুন লাগিয়েছে। স্কুল বাসে বাইরে থেকে আগুন লাগানোর কোনও কারণও থাকতে পারে না। সেক্ষেত্রে যান্ত্রিক কোনও ক্রটিতেই আগুন লেগেছে বলে অনুমান। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় কারোর কোনও ক্ষতি হয়নি।

এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয়রা বলছেন, “ভাগ্যিস রাতে ঘটনাটি ঘটেছে। বাসে কেউ ছিল না। দিনে ঘটলে বড় বিপদও হতে পারত। বাসটি আবার স্কুলের। বাচ্চা গুলো যায়। এই ভাবে যান্ত্রিক ত্রুটিতে কী ঘটতে পারে কখন, তা বলা যায় না।”

আরও পড়ুন: ফের ডুয়ার্সে চিতাবাঘের দেহ উদ্ধার, গাড়ির ধাক্কাতেই মৃত্যু নাকি অন্য কারণ?

আরও পড়ুন: Jhalda Councillor Murder: ঝালদার কাউন্সিলর খুনে প্রথমেই আইসি-কে তলব সিবিআই-এর