
মু্র্শিদাবাদ: কংগ্রেস গড় বলে পরিচিত লালগোলা মুর্শিদাবাদ জেলার একটি বিধানসভা কেন্দ্র। ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৬১ নং লালগোলা বিধানসভা কেন্দ্রটি আইরমারি কৃষ্ণপুর, দেওয়ানসরাই, লালগোলা, নশিপুর, বাহাদুরপুর, জসাইতলা, মানিকচক, পাইকপাড়া, বিল্বরাকোপরা, কালমেঘা ও রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত গুলি লালগোলা সমষ্টি উন্নয়ন ব্লক এবং কান্তানগর গ্রাম পঞ্চায়েত ভগবানগোলা-১ এর অন্তর্গত। লালগোলা বিধানসভা কেন্দ্রটি ৯ নং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০০৯ সাল পর্যন্ত এটি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল।
১৯৭২, ১৯৭১, ১৯৬৯ এবং ১৯৬৭ সালে কংগ্রেসের আব্দুস সাত্তার জয়ী হন। ১৯৬২, ১৯৫৭ এবং ১৯৫১ সালে কংগ্রেসের সৈয়দ কাজিম আলী মির্জা জয়ী হন। ২০০৬, ২০০১, ১৯৯৬ এবং ১৯৯১ সালে রাজ্য বিধানসভা নির্বাচনে, কংগ্রেসের আবু হেনা লালগোলা কেন্দ্র থেকে জয়লাভ করেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০০৬ সালে সিপিআই (এম) -এর জন্নত উন্নেসা বেগম এবং ২০০১ , ১৯৯৬ এবং ১৯৯১ সালে সিপিআই (এম) -এর এমডি. জোহাক আলীকে পরাজিত করেন। ১৯৮৭ এবং ১৯৮২ সালে কংগ্রেসের আব্দুস সাত্তার সিপিআই (এম) -এর ইয়েন আলীকে পরাজিত করেন এবং ১৯৭৭সালে সিপিআই (এম) এর জয়নুল আবেদিনকে পরাজিত করেন।
২০১৬ বিধানসভা নির্বাচন
২০১৬-র বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হন কংগ্রেস প্রার্থী আবু হেনা। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল ১লক্ষ ১১০। সে বার মোট ভোটদাতার সংখ্যা ছিল ১৯৯৩৯৭।
২০২১ বিধানসভা নির্বাচন
এই নির্বাচনে এই কেন্দ্রে কংগ্রেসের তরফে লড়ছেন বিদায়ী বিধায়ক আবু হেনা। তৃণমূলের তরফে এই আসনে লড়ছেন মহম্মদ আলি। বিজেপির তরফে লড়ছেন মেহবুব আলম।
বিদায়ী বিধায়ক: আবু হেনা
প্রাপ্ত ভোট: ১০০১১০
মোট ভোটার: ১৯৯৩৯৭
ভোট শতাংশ: ৮২.৯১
মোট প্রার্থী: ৬