Madan Mitra: ‘আমার দলের নেতা হোন বা যেই হোন…’, দালালরাজ নিয়ে হুঁশিয়ারি মদনের

Madan Mitra: মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রতিবাদ করতে শিখিয়েছেন, এ কথা আগেও বলেছেন মদন মিত্র। এদিন ফের সে কথা উল্লেখ করেন তিনি। কামারহাটির বিধায়ক বলেন, "আমি যদি দেখি কিছু নেতার সুস্বাস্থ্যের জন্য মানুষের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, আমি তো প্রতিবাদ করবই।"

Madan Mitra: আমার দলের নেতা হোন বা যেই হোন..., দালালরাজ নিয়ে হুঁশিয়ারি মদনের
সাগর দত্ত হাসপাতালে মদন মিত্রImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 27, 2023 | 1:50 PM

কামারহাটি: মন্ত্রিত্ব নেই, তবে দাপট বজায় রেখেছেন বিধায়ক মদন মিত্র। সময়ে সময়ে চড়া সুরে কথা বলতে পিছপা হন না তিনি। এবার দালালরাজ নিয়ে মুখ খুলতে গিয়ে ছেড়ে কথা বললেন না নিজের দলকেও। তৃণমূলের একাংশের যোগ থাকতে পারে! এমনই ইঙ্গিত দিলেন খোদ কামারহাটির বিধায়ক। হাসপাতালে কোনও গণ্ডগোল দেখলে মুখ খুলবেন, কাউকে ছেড়ে কথা বলবেন না, এভাবেই হুঁশিয়ারি দিলেন মদন মিত্র। সম্প্রতি সাগর দত্ত হাসপাতালে এক রোগী মৃত্যুর ঘটনায় দালালরাজের অভিযোগ ওঠে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাঁরা এখনও অধরা। তাই পুলিশকেও ছেড়ে কথা বলেননি মদন মিত্র।

দালালচক্রের অভিযোগে মঙ্গলবার ডেপুটেশন দিতে সাগর দত্ত হাসপাতালে গিয়েছিলেন মদন মিত্র। সেখানে গিয়ে রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি বলেন, একটা কথা কান খুলে শুনে রাখুন। আমার দলের নেতা হোন আর যে দলেরই নেতা হোন। মানুষের যদি ক্ষতি হয়, তাহলে তার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করব। হাসপাতালে যে সমস্ত নেতারা নোংরামি করছেন, সমস্যা হলে সেই সমস্ত নেতারা দায়িত্ব এড়াতে পারবেন না। তখন কিন্তু আমরাও মুখ খুলে দেব।

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রতিবাদ করতে শিখিয়েছেন, এ কথা আগেও বলেছেন মদন মিত্র। এদিন ফের সে কথা উল্লেখ করেন তিনি। কামারহাটির বিধায়ক বলেন, “আমি যদি দেখি কিছু নেতার সুস্বাস্থ্যের জন্য মানুষের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, আমি তো প্রতিবাদ করবই।”

দালাল চক্র নিয়ে আগেই অভিযোগ জানিয়েছেন মদন মিত্র। নিজে থানায় গিয়ে অভিযোগ জানিয়ে এসেছেন। তারপরও মূল অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক। শুধু তাই নয়, মঙ্গলবার ডেপুটেশন দিতে গিয়ে যখন মদন মিত্র জানতে পারেন অধ্যক্ষ হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছে, তখন তাঁকে ফোন করে রীতিমতো হুমকিও দেন বিধায়ক।