ভয়াবহ আগুন, দাউদাউ করে জ্বলছে পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়
আগুন লাগার সময় সেখানে পর্যটকদের সংখ্যাটা নেহাত কম ছিল না। কারণ এখন সেখানে চলছে পর্যটন উৎসব।
পুরুলিয়া: বছর শেষ হতে না হতেই ফের আগুন লাগল পুরুলিয়ার জয়চণ্ডী (Joychandi Pahar) পাহাড়ে। বুধবার রাতে এই ভয়াবহ আগুন লেগেছে। পাহাড় পর্যটন উৎসব চলাকালীন আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। উল্লেখ্য, এর আগে চলতি বছরের এপ্রিল মাসেও একবার আগুন লেগেছিল এই পাহাড়ে।
শীতের মরসুমে পর্যটকের পছন্দের ঠিকানা পুরুলিয়ার অন্যতম জনপ্রিয় এই পাহাড়। এদিন আগুন লাগার সময় সেখানে পর্যটকদের সংখ্যাটা নেহাত কম ছিল না। কারণ এখন সেখানে চলছে পর্যটন উৎসব। কিন্তু রাত বাড়তেই আচমকা আগুন লেগে যায় পাহাড়ের মাঝ বরাবর অঞ্চলে। অবস্থানগত কারণে দমকলও সেখানে পৌঁছতে পারেনি। অন্যদিকে পর্যটকরা আতঙ্কিত হয়ে পড়ে এই ঘটনায়। তাদের সরিয়ে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: গরুপাচার কাণ্ডেও ঘনীভূত ডায়েরি রহস্য! জামিন হল না এনামুলের
অনুমান করা হচ্ছে, শীতের কারণে পর্যটকরা যে আগুন জ্বালান সেখান থেকে শুকনো পাতায় আগুন লেগে তা ছড়িয়ে গিয়ে থাকতে পারে। যদিও কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে বড় কোনও ক্ষতি এর ফলে হয়নি। যদিও পাহাড়ের একটা বড় অংশের গাছপালা ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে সকল পর্যটকেরা সুরক্ষিত রয়েছেন।