Malda School: হোটেল নয়, এটা সরকারি স্কুল! ডিআই-এর নির্দেশে বন্ধ সব ক্লাস

Malda School: হোটেল হিসেবে ব্যবহার করা হচ্ছে স্কুলগুলি। ছাত্র ছাত্রীদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে। পঠন পাঠন সম্পূর্ণ বন্ধ। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষকদের একাংশ। ক্ষুব্ধ অভিভাবকরাও।

Malda School: হোটেল নয়, এটা সরকারি স্কুল! ডিআই-এর নির্দেশে বন্ধ সব ক্লাস
মালদহের স্কুলে থাকার ব্যবস্থাImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 10, 2025 | 6:41 PM

মালদহ: আদালতের নির্দেশে শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের চাকরি যাওয়ার স্কুলের অবস্থা বেহাল। শিক্ষকের অভাবে ক্লাস বন্ধ হওয়ার জোগাড়। পরীক্ষার নিতেও হিমশিম খাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। চাকরিহারাদের বিক্ষোভে রাজ্য জুড়ে উত্তাল পরিস্থিতি। এরই মধ্যে ১১ টা স্কুলে সব ক্লাস বন্ধ করার নির্দেশ দিয়েছেন ডিআই। হোটেল বা লজ হিসেবে ব্যবহার করা হচ্ছে ওই সরকারি স্কুলগুলিকে।

মালদহে চলছে ‘স্টেট অলিম্পিক’। রাজ্যের সব জেলা থেকে খেলোয়াড়রা গিয়েছেন ওই জেলায়। চলছে বিভিন্ন প্রতিযোগিতা। সেই খেলায় যারা অংশ নিচ্ছে, তাদের থাকার জন্যই এই ব্যবস্থা। গত ২৭ মার্চ ওই সব স্কুলের ক্লাস বন্ধ করার নির্দেশ দেন ডিআই। কোন কোন স্কুল বন্ধ করতে হবে, তা উল্লেখ করা ছিল বিজ্ঞপ্তিতে।

সরকারি নির্দেশ ছিল, ১২ এপ্রিলের মধ্যে প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ করতে হবে। এদিকে, আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে গরমের ছুটি। ইতিমধ্যেই সেই ঘোষণা করে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মাঝের এই কয়েকটা দিনেও বন্ধ হয়ে গেল স্কুল। হোটেল হিসেবে ব্যবহার করা হচ্ছে সেগুলি। ছাত্র ছাত্রীদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে। পঠন পাঠন সম্পূর্ণ বন্ধ। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষকদের একাংশ। ক্ষুব্ধ অভিভাবকরাও।

অন্যদিকে কয়েক কোটি টাকা খরচ করে যে খেলা চলছে, তাতে চরম অব্যবস্থার অভিযোগ করছেন আগত খেলোয়াড়রা। তাঁদের স্নানের জল, পানীয় জলও নেই বলে অভিযোগ। ভাল খাবার, ঘুমনোর জায়গারও অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুলে শৌচাগার থাকে, কিন্তু স্নানাগার থাকে না। পাশাপাশি ঘুমনোর জায়গাও থাকে না। ফলে, অসুবিধায় পড়ছেন খেলোয়াড়রা।