Malda: জাল আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেফতার আরও ২

Subhotosh Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 13, 2025 | 11:01 PM

Malda: ধৃতদের মধ্যে একজনের নাম উৎপল মণ্ডল। বাড়ি বৈষ্ণবনগর থানার নন্দলালপুর এলাকায়। তার অনলাইন সার্ভিসের দোকান রয়েছে বৈষ্ণবনগরের ভগবানপুর এলাকায়। অপর ধৃতের নাম সুদীপ্ত মণ্ডল। তার বাড়ি বৈষ্ণবনগরের চামাগ্রাম এলাকায়।

Malda: জাল আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেফতার আরও ২
মালদহে গ্রেফতার
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মালদা: জাল আধার কার্ড তৈরির রমরমা ব্যবসা। গ্রেফতার দুই। অলনাইন সার্ভিসের দোকানে অসমের এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পাসওয়ার্ড ব্যবহার করে অবৈধভাবে আধারকার্ড তৈরির অভিযোগ। আর এই অভিযোগেই দুজনকে গ্রেফতার করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ।

ধৃতদের মধ্যে একজনের নাম উৎপল মণ্ডল। বাড়ি বৈষ্ণবনগর থানার নন্দলালপুর এলাকায়। তার অনলাইন সার্ভিসের দোকান রয়েছে বৈষ্ণবনগরের ভগবানপুর এলাকায়। অপর ধৃতের নাম সুদীপ্ত মণ্ডল। তার বাড়ি বৈষ্ণবনগরের চামাগ্রাম এলাকায়। তিনি উৎপল মণ্ডলের অনলাইন সার্ভিসের দোকানের কর্মী। রবিবার রাতে বৈষ্ণবনগর থানার পুলিশ ওই দোকানে হানা দিয়ে তাদের দু’জনকে গ্রেফতার করে। সেই সঙ্গে দোকান থেকে প্রায় ৭০টির মতো আধারকার্ডের নথি সহ বেশকিছু বৈদ্যুতিন সামগ্রী বাজেয়াপ্ত করে নিয়ে যায়। পুলিশের দাবি জাল আধার তৈরি করা হত এখানে। প্রচুর জাল আধার তৈরি হয়েছে বলেই সূত্রের খবর।

ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা অসমের অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পাসওয়ার্ড ব্যবহার করত। কোওনরকম লাইসেন্স বা অথোরাইজেশন ছাড়াই টাকার বিনিময়ে আধারকার্ড তৈরির কাজ করছিলেন। বস্তুত, এর আগেও জাল আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল একাধিক জনকে।

Next Article