মালদহ: নানা বিষয়েই দ্বন্দ্ব দীর্ঘদিনের। মালদহের রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যায় তৃণমূলের দুই শীর্ষ নেতা নেত্রীর দ্বন্দ্বের কথা। এবার একেবারে প্রকাশ্য রাস্তায় ধরা পড়ল বাক-বিতণ্ডার ছবি। দলীয় মিছিলের মাঝেই আচমকা শুরু হয়ে যায় বচসা। একজন মালদহের ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও অপরজন ইংরেজবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতিভা সিংহ। রবিবার সকালে সেই জেলায় এক প্রতিবাদ মিছিল চলছিল। তার মাঝেই দুই শীর্ষ নেতা-নেত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। রীতিমতো অস্বস্তিতে পড়ে যান দলের বাকি কর্মীরা।
একে অপরের দিকে রীতিমতো আঙুল তুলে জোর গলায় কথা বলছেন, এমন ছবিও ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায়। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই বলেছেন, দুই নেতা-নেত্রীর মধ্যে ধাক্কাধাক্কিও শুরু হয়ে গিয়েছিল। এ বিষয়ে অবশ্য উভয়েই ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি।
জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা নেহাতই ছোট ঘটনা, দলের নিজেদের ব্যাপার। তিনি বলেন, “ঘটনার সময় আমি ছিলাম না। তবে, এটা আমাদের ঘরের ব্যাপার। সঙ্গে সঙ্গে মিটিয়েও নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “হাজার হাজার মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে। সামান্য কী ঘটল, তার জন্য কিছু যায় আসে না।” তবে তৃণমূলের এই অন্তর্বর্তী বিবাদকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। মালদহ জেলার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, “এটা দলের মধ্যে একটা বিশৃঙ্খলা। এই বিশৃঙ্খলা দিনে দিনে বাড়ছে। দলের নেতারা বড় বড় কথা বলছেন, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু বিবাদ চরম আকার নিচ্ছে। তবে এই বিবাদে যেন সাধারণ মানুষের কোনও ক্ষতি না হয়। নিজেদের মধ্যে যা করার করুক।”