মালদা: মালদার বামনগোলা থানা এলাকায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। ঘটনার পর পুলিশের রুজু করা স্বতঃপ্রণোদিত মামলায় গ্রেফতার হয়েছিলেন নির্যাতিতা দুই মহিলাও। কেন নির্যাতিতাদেরই গ্রেফতার করল পুলিশ, তা নিয়েও বিস্তর প্রশ্ন উঠেছিল। অবশেষে সোমবার জামিন পেলেন নির্যাতিতা দুই মহিলা। আজ মালদা জেলা আদালত ওই দুই নির্যাতিতার জামিন মঞ্জুর করেছে। নির্যাতিতাদের পক্ষের আইনজীবী অমিতাভ মৈত্রর দাবি, পুরোটাই মিথ্যা মামলা করা হয়েছে। তাঁর বক্তব্য, ‘আদালত সমস্ত দিক বিচার করে এই নির্দেশ দিয়েছে।’
আইনজীবীর বক্তব্য, ‘১৮ তারিখ বাজারের মধ্যে ওই দুই নির্যাতিতাকে স্থানীয় কিছু বাসিন্দা ধরে মারধর করে। তাঁদের শ্লীলতাহানি করা হয়। মারধরের পর তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়েছিল। ১৯ তারিখ থানা ভাঙচুরের অভিযোগে মিথ্যা মামলা করা হয় এদের বিরুদ্ধে। থানা ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছিল।’ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মানবাধিকার কমিশন ও মহিলা কমিশনে পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে বলেও দাবি নির্যাতিতা দুই মহিলার আইনজীবীর। শুধু তাই নয়, পরবর্তীতে হাইকোর্টেও রিট পিটিশনও করা হবে বলে জানাচ্ছেন তিনি।
উল্লেখ্য, মালদার ওই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। ঘটনার আঁচ গিয়ে পড়েছে দিল্লিতেও। বিরোধীরা মালদার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনের অব্যবস্থার অভিযোগ তুলতে শুরু করেছে। যদিও রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ঘটনাটির সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। মালদার ঘটনাটিকে বাজারে চুরির চেষ্টা থেকে তৈরি হওয়া একটি ঘটনা বলেই ব্যাখ্যা করছেন মন্ত্রী। তাঁর বক্তব্য ছিল, পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে।