Road Accident: আস্ত গাড়িটা মুহূর্তেই শেষ! মালদহে মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি ৩

Subhotosh Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Mar 24, 2024 | 8:35 AM

Road Accident: দুর্ঘটনার খবর পেয়ে মালদহ মেডিক্যাল কলেজে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। কথা বলেন মৃতদের পরিবারের সঙ্গে। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখার জন্য পুলিশকে নির্দেশও দিয়েছেন।

Road Accident: আস্ত গাড়িটা মুহূর্তেই শেষ! মালদহে মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি ৩
শোকের ছায়া পরিবারে
Image Credit source: TV-9 Bangla

Follow Us

মালদহ: শনিবার গভীর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। চাঞ্চল্যকর ঘটনা ইংরেজবাজার থানার যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের পুলিশ সুপার অফিস সংলগ্ন বাইপাস রোড এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকাটিই একটি গ্যাস ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে। মুহূর্তেই একেবারে দুমড়ে-মুচড়ে যায় চারচাকাটি। স্থানীয় বাসিন্দারাই গাড়িতে থাকা তিন যাত্রীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁদের সকলকেই মৃত বলে ঘোষণা করেন। আসে পুলিশ। মৃত্যু হয়েছে লিয়াকত শেখ (৩৪), একরাম শেখ (৬১) এবং সঞ্জয় মণ্ডল (৩৪)‌ নামে তিনজনের। প্রত্যেকেরই বাড়ি মোথাবাড়ি থানা এলাকায়। একজন থাকেন বিরামপুরে, একজন গঙ্গাপ্রসাদে এবং একজন রথবাড়ি এলাকায়। 

এদিকে ঘটনার পর থেকেই গ্যাস ট্যাঙ্কারটির চালক পলাতক। ইংরেজবাজার থানার পুলিশ ট্যাঙ্কারটিকে আটক করেছে। খোঁজ চলছে চালকের। দুর্ঘটনার খবর পেয়ে  মালদহ মেডিক্যাল কলেজে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। কথা বলেন মৃতদের পরিবারের সঙ্গে। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখার জন্য পুলিশকে নির্দেশও দিয়েছেন।

এদিকে ঘটনার পর থেকেই এলাকার পথ সুরক্ষা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার লোকজন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাইপাস রোডে রোজই বেপরোয়াভাবে প্রচুর গাড়ি যাতায়াত করছে। ভারী যানবাহন অনুমতি ছাড়াই রাস্তার ধারে পার্ক করা থাকছে। ট্র্যাফিক পুলিশের নজরদারি নেই বললেই চলে। তাতেই দুর্ঘটনার সংখ্যা আরও বেড়ে চলেছে। তাঁদের দাবি, অবিলম্বে নজরদারি আরও বাড়াতে হবে। নাহলে এ ধরনের ঘটনায় লাগাম টানা যাবে না। 

Next Article